Skin

Acne Problems : অত্যধিক রূপটানই কি ত্বকের অবাঞ্ছিত ব্রণর অন্যতম কারণ, কী মত চর্মরোগ বিশেষজ্ঞদের

চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, অত্যধিক রূপটান করার ফলে মুখে ব্রণ এবং র‍্যাশের মতো সমস্যা দেখা দিতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২২ ২০:০৭
Share:

ছবি: সংগৃহীত

Advertisement

সাজতে ভালবাসেন যাঁরা, তাঁদের কাছে রূপটান আলাদা অর্থ বহন করে। তবে ত্বকে ব্রণর সমস্যা বেড়ে গেলে অনেকের ধারণা, বাজার চলতি বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে রূপটান করার অভ্যাস বোধ হয় এর কারণ। সত্যিই কি তাই?

চর্মরোগ বিশেষজ্ঞরা এই বিষয়টিকে সমর্থন করেছেন। তাঁদের মতে, রূপটান ব্যবহারের ফলে মুখে ব্রণ এবং র‍্যাশের মতো সমস্যা দেখা দিতে পারে। কারণ ব্রণ হয় মূলত দু'টি কারণে- ১) অভ্যন্তরীণ স্বাস্থ্য ঠিক না থাকলে। ২) ত্বকের বেহাল অবস্থার জন্য।

Advertisement

যাঁদের ত্বক অত্যন্ত ব্রণ-প্রবণ তাঁদের ত্বকের প্রতি সব সময়ই বাড়তি যত্ন নেওয়া উচিত। বেশি রূপটান ব্যবহার না করা, নিয়মিত মুখ পরিষ্কার রাখা, অ্যান্টি-অ্যাকনে ফেসওয়াশ ব্যবহার করা, ঘন ঘন মুখ স্পর্শ না করা ইত্যাদি।

তাই বলে ভাবছেন, ব্রণর ভয়ে সাজগোজ ছেড়ে দেবেন? ভুলেও রূপটান করবেন না? রূপটান ব্যবহার করেও কী ভাবে ত্বক ব্রণ-মুক্ত রাখবেন রইল তার পাঁচটি সহজ উপায়।

ছবি: সংগৃহীত

১) উৎসব-অনুষ্ঠানে মন ভরে রূপটান করুন, তাতে ক্ষতি নেই। কিন্তু রাতে শোয়ার আগে সেই রূপটান মুখ থেকে পরিষ্কার করে নিতেও ভুলবেন না। সময় নিয়ে সঠিক পদ্ধতিতে রূপটান তুলে তার পর ঘুমাতে যান।

২) আপনার ত্বকের ধরন অনুযায়ী রূপটান প্রসাধনী নির্বাচন করুন। খনিজ সমৃদ্ধ প্রসাধনী ব্রণ-প্রবণ ত্বকের জন্য বেশ উপকারী।

৩) ঘুমানোর আগে ত্বকের রূপটানের পাশাপাশি হালকা হাতে চোখের রূপটানও মুছে ফেলুন।

৪) ত্বক এমনিতেই ভীষণ সংবেদনশীল হয়। রূপটান ব্যবহার করলে ত্বকের উপর বাড়তি চাপ পড়ে। সেই চাপ আরও বাড়াতে না চাইলে রূপটান করুন আলতো হাতে।

৫) ব্রাশ, স্পঞ্জ ইত্যাদি রূপটানে সহায়ক জিনিসগুলি প্রতি বার ব্যবহারের পর পরিষ্কার করে রাখুন। এতে পরবর্তীতে আপনার ত্বকই সুরক্ষিত থাকবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন