পুজোর পর শুকনো ফুলটি দিয়েই পাকা চুল কালো করতে পারেন। ছবি: ফ্রিপিক।
চুলের যত্নে জবা ফুলের ব্যবহার বহু আগে থেকেই হয়ে আসছে। চুল পড়া, খুশকি, পাকা চুলের মতো বহু সমস্যার সমাধান করতে পারে জবা ফুল। এর মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিড যা চুলে কেরাটিন প্রোটিনের উৎপাদন বাড়িয়ে তোলে। ফলে চুল হয় জটমুক্ত, রেশমের মতো কোমল। ‘ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন’-এর তথ্য বলছে, জবাফুলে থাকা ভিটামিন ই ও সি, সামগ্রিক ভাবে চুলের স্বাস্থ্য ভাল রাখতে, মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সাহায্য করে। ফলে একদিকে যেমন চুল পড়া কমে, তেমনই অকালে চুল পেকে যাওয়ার মতো সমস্যাও হয় না।
জবাফুল ব্যবহারের নিয়ম আছে। দোকানে অনেক রকম তেল বা শ্যাম্পু পাওয়া যায় যাতে জবার নির্যাস থাকে বলে দাবি করা হয়। তবে ভাল ফল পেতে ঘরেই জবাফুল দিয়ে তেল বা হেয়ার-মাস্ক বানিয়ে নেওয়া যায়। চুলের ধরন অনুযায়ী জবা ব্যবহারের পাঁচ রকম পদ্ধতি রইল।
জবার তেল
নারকেল তেলের সঙ্গে জবা ফুলের পাপড়ি বেটে মিশিয়ে নিন। স্নানের আধ ঘণ্টা আগে মাথায় মেখে রাখুন। চুলের ঘনত্ব বাড়িয়ে তুলতে এই টোটকা ম্যাজিকের মতো কাজ করে। এক ঢাল ঘন চুল পেতে জবার তেলের জবাব নেই।
রুক্ষ ও শুষ্ক চুলের যত্নে
জবার হেয়ার-প্যাক রুক্ষ ও শুষ্ক চুলের যত্নে খুবই কার্যকরী। ৩-৪টি জবা ফুল খুব ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন। এ বার মিক্সিতে পেস্ট বানিয়ে নিন। এতে মেশান অ্যালো ভেরা জেল। অ্যালো ভেরার পাতা ভাল করে ধুয়ে মাঝ বরাবর চিরে ভিতরের জেলটা চামচ দিয়ে বার করে নিন। এই ভাবে জেল ব্যবহার করলেই সবচেয়ে ভাল হয়। এ বার একটা পাত্রে ফুলের পেস্টের সঙ্গে অ্যালো ভেরা জেলটা মিশিয়ে নিন। এটি চামচ দিয়ে নেড়ে মিহি একটা মিশ্রণ তৈরি করবেন। এতে মেশাতে হবে ভিটামিন ই ক্যাপসুল। এই হেয়ার প্যাক অল্প করে নিয়ে চুলে ও মাথার ত্বকে ভাল করে মালিশ করতে হবে। আধ ঘণ্টার মতো রেখে শ্যাম্পু করে নিতে হবে।
খুশকির সমস্যা দূর করতে
খুশকির সমস্যা দূর করতে কাজে আসে জবার পাউডার। পুজোয় দেওয়া জবা ফুল শুকিয়ে গেলে ফেলে দেবেন না। এই জবা গুঁড়ো করে পাউডারের মতো বানিয়ে নিন। এতে অল্প অ্যালো ভেরা জেল ও পাতিলেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণ ভাল করে মাথার ত্বকে মেখে রাখতে হবে ১৫-২০ মিনিট। তার পর হালকা কোনও ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।
চুল পড়া বন্ধ করতে
৩-৪টি জবা ফুল মিক্সিতে পেস্ট করে নিন। তার সঙ্গে দু’চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণ চুলে মালিশ করে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত তিন দিন ব্যবহার করলেই চুল পড়া বন্ধ হবে।
পাকা চুল কালো করতে
কয়েকটি জবা ফুল ও তার পাতা নিয়ে ভাল করে বেটে নিন। এ বার তিলের তেলের সঙ্গে নারকেল তেলে মিশিয়ে অল্প আঁচে ফোটান। এর সঙ্গে মিশিয়ে দিন জবাফুল বাটা। কম আঁচে ফুটতে ফুটতে তেলের রং বদলে যাবে। তার পর গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দিন। এই তেল ভরে রাখুন কাচের শিশিতে। রোজ স্নানের আধ ঘণ্টা আগে চুলে মালিশ করুন। এতেই পাকা চুলের সমস্যা দূর হবে।