Eyebrows growth

ভ্রু ধনুকের মতো বাঁকা হবে আবার ঘনও হবে, পাতলা ভ্রু ঘন করতে চাইলে কী করবেন?

চোখের উপর ঘন দু’জোড়া ভুরু। সুন্দর চোখতে আরও রহস্যময়ী করে তোলে। সুন্দর ভ্রু পেতে চান সকলেই। চুলের, ত্বকের মতোই ভ্রু-র যত্ন নেওয়ায়ও জরুরি। জেনে নিন ঘন ভ্রু পেতে বাড়িতেই কী ভাবে যত্ন নেবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১৮:১৩
Share:

ঘন ভ্রু পেতে বাড়িতেই কী ভাবে যত্ন নেবেন? ছবি: ফ্রিপিক।

এক জোড়া ঘন, সুন্দর ভ্রু আপনার মুখশ্রী বদলে দিতে পারে। অনেক ক্ষেত্রে কোনও নির্দিষ্ট কারণ ছাড়াই ভ্রু থেকে রোম ঝরে যেতে শুরু করে, পাতলা হয়ে যায় ভ্রু। আবার শারীরিক অসুস্থতার জন্যও ভ্রুর রোম ঝরে যেতে পারে। শরীরে হরমোনের ভারসাম্য বিঘ্নিত হলেও এই সমস্যার সম্মুখীন হতে হয় অনেককেই। চুলের, ত্বকের মতো ভ্রুর যত্ন নেওয়াও জরুরি। তার জন্য সাঁলোতে যাওয়ার দরকার নেই। নিজে থেকে যত্ন নিয়েও ঘন ভ্রু পেতে পারেন। জেনে নিন কী কী করতে হবে।

Advertisement

ঘন ভ্রু চাইলে কী কী করবেন?

১) ভ্রু ঘন করতে চাইলে কিছু দিন প্লাকিং বা ওয়াক্সিং থেকে বিরত থাকুন। বাড়িতেও টুইজারের সাহায্যে ভ্রু তুলবেন না। বেশি ঘন ঘন প্লাক করলে ভ্রু সরু হয়ে যায়। যদি মেক আপ করার সময় মনে হয় ভ্রু খুব অগোছালো লাগছে। তা হলে কনসিলারের সাহায্যে অতিরিক্ত ভ্রু ঢেকে দিন।

Advertisement

২) ছোট ব্রাশের সাহায্যে ভ্রুর অংশে গোল গোল করে ব্রাশ করতে থাকুন। যে দিকে ভ্রু বাড়ছে সেদিকে ব্রাশ করতে হবে। দিনে অন্তত দু’বার করে করুন।

৩) অলিভ অয়েল, ভিটামিন ই অয়েল ও ক্যাস্টর অয়েল ভ্রু-তে লাগান। এতে শুধু যে ভ্রু সুন্দর হবে তা নয়, স্বাস্থ্যও ভাল থাকবে।

৪) ল্যাভেন্ডার তেলও খুব উপকারী। নিয়মিত ব্যবহার করলে ভ্রুর রোম পড়া বন্ধ হবে। ভ্রু ঘনও হবে।

৫)চুল ঘন করতে সাহায্য করে সিরাম। বাজারে অনেক রকম ভাল মানের সিরাম পাওয়া যায়। ভ্রু-তে নিয়মিত লাগালে ভ্রু ঘন হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement