Winter Care Tips

শীতে ক্রিম মেখেও ত্বকের শুষ্কভাব যাচ্ছে না? স্নানের সময় ৩টি নিয়ম মানলেই ত্বক হবে কোমল, জেল্লাদার

শীতের দিনে কোনও মতে সাহস জুগিয়ে এক বার গায়ে জল ঢেলে ফেললেই যথেষ্ট বলে মনে করেন কেউ কেউ। এই অযত্ন থেকেই শুরু হয় নানা ত্বকের সমস্যা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ১৬:০৮
Share:

শীতের দিনে স্নান করুন নিয়ম মেনে। ছবি: এআই।

শীতের স্নান করার কথা ভাবলেই যেন জ্বর আসে শীতকাতুরেদের। লেপ, কম্বলের ওম ছেড়ে স্নানঘরে ঢোকার চেয়ে বোধহয় বাঘের সামনে দাঁড়ানো তাঁদের কাছে ঢের সহজ। শীতের দিনে কোনও মতে সাহস জুগিয়ে এক বার গায়ে জল ঢেলে ফেললেই যথেষ্ট বলে মনে করেন কেউ কেউ। এই অযত্ন থেকেই শুরু হয় নানা ত্বকের সমস্যা। শীতকালে ত্বক শুষ্ক হয়ে যায়। স্নানের সময় অনিয়মের কারণে সমস্যা আরও বাড়ে। শীতের মরসুমে স্নান করারও কিছু নিয়ম আছে। সেগুলি মেনে চলতে পারলে ঝরঝরে থাকবে শরীর এবং ত্বক।

Advertisement

স্নানের আগে বডি অয়েল

ঠান্ডায় ত্বক আর্দ্রতা হারাতে শুরু করে। ফলে ভিতর থেকে শুষ্ক হয়ে পড়ে ত্বক। চামড়া খসখসে হয়ে যায়। ত্বকের মসৃণতা বজায় রাখতে অনেকেই অবশ্য ময়েশ্চারাইজ়ার ব্যবহার করেন। বডি অয়েল মাখেন। তেল ত্বকের কোমলতা ধরে রাখতে পারদর্শী। তবে পরে না মেখে বরং স্নানের আগে মাখতে পারেন। তা হলে ঠান্ডাও কম লাগে, আবার ত্বক ভিতর থেকে মসৃণও হয়। আবার স্নান সেরে লাগাতে হবে ময়েশ্চারাইজ়ার।

Advertisement

ঈষদুষ্ণ জলে স্নান

শীতে ঠান্ডা জলে স্নান করা সত্যিই বেশ কঠিন। সে ক্ষেত্রে অনেকেই গরম জলে স্নান করেন। তবে জল কতটা গরম করছেন, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। ধোঁয়া ওঠা ফুটন্ত গরম জলে স্নান করলে শীতে ঠক ঠক করে কাঁপতে হয় না ঠিকই। কিন্তু এতে ত্বকের পিএইচ ভারসাম্য নষ্ট হয়ে যায়। সেই সঙ্গে র‌্যাশ, চুলকানি, ত্বক শুষ্ক হয়ে যাওয়ার সমস্যা তো আছেই। তাই ঈষদুষ্ণ জলে স্নান করুন। তা হলে সব দিক রক্ষা হয়।

শাওয়ার জেল-এর ব্যবহার

শীতে এমনিতেই ত্বক অত্যধিক শুষ্ক এবং খসখসে হয়ে যায়। ফলে সাবান ব্যবহার করলে আরও বেশি রুক্ষ হয় ত্বক। তাই সাবানের বিকল্প হিসাবে শীতে ব্যবহার করতে পারেন শাওয়ার জল। সাবানের তুলনায় এগুলিতে তুলনায় কম ক্ষার থাকে। রোজ ব্যবহার করলেও ত্বক রুক্ষ হয় না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement