How to Protect Hair Colour

কালো চুলে সোনালি রং করিয়েছিলেন, কিন্তু তা বেশি দিন টিকছে না! কোথায় ভুল হচ্ছে?

কথায় কথায় চুলে স্ট্রেটনার, কার্লারের মতো যন্ত্র ব্যবহার না করাই ভাল। তাতে চুলের মান যেমন নষ্ট হয়, তেমনই চুলের রংও দ্রুত ফিকে হয়ে যেতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৫ ২০:১০
Share:

চুলের রং ধরে রাখতে বিশেষ যত্নের প্রয়োজন। ছবি: সংগৃহীত।

সামনেই বন্ধুর বিয়ে। শখ করে চুলে সোনালি রং করিয়েছেন। কালো চুলের ভাঁজে ভাঁজে সোনালি রং উঁকি দিলে দেখতেও ভাল লাগে। এই সব কায়দা করতে গিয়ে খরচও হয়েছে প্রচুর। কিন্তু এত খরচ করে চুলে যে কায়দা করালেন, সেই রং তো ধরেও রাখতে হবে। তার জন্য অবশ্যই বাড়তি যত্নের প্রয়োজন। কিন্তু কী ভাবে যত্ন নেবেন?

Advertisement

১) সঠিক নিয়মে শ্যাম্পু:

রঙিন চুলে সব সময়ে সালফেট-মুক্ত শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করতে হবে। সালফেট এক প্রকার ‘অ্যানায়োনিক ডিটারজেন্ট’ হিসাবে কাজ করে, যা অনেক ক্ষেত্রে চুলের রঙের ব্যাঘাত ঘটাতে পারে। তাই সালফেট-মুক্ত শ্যাম্পু ব্যবহার করলে ভাল। এতে চুলের রং বহু দিন অটুট থাকবে।

Advertisement

২) গরম জল না দেওয়া:

চুলে রং করার পর ভুল করেও গরম জল মাথায় দিয়ে স্নান করবেন না। গরম জল চুল অনেক বেশি শুষ্ক করে তোলে। তা ছাড়া গরম জল চুলের গোড়াও আলগা করে দেয়। ফলে চুল পড়ার আশঙ্কাও বেড়ে যায়।

৩) চুলে তাপ না দেওয়া:

স্নান করার পর হেয়ার ড্রায়ার বা চুল শুকোনোর বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার না করাই ভাল। এতে চুলের ক্ষতি হওয়ার পাশপাশি তাপে রং নষ্ট হতে পারে। স্ট্রেটনার, কার্লার ঘন ঘন ব্যবহার করলেও রং দ্রুত হালকা হয়ে যেতে পারে।

৪) রঙিন চুলের বাড়তি যত্ন:

চুলে রং করার দিন তিনেক পর থেকে হালকা তেল মালিশ করতে পারলে ভাল। সপ্তাহে অন্তত দু’-তিন বার স্পা করাই যায়। এ ছাড়াও ভাল মানের হেয়ার মাস্ক ব্যবহার করলে চুলের রং এবং ক্ষতি দুই-ই আটকানো সহজ হয়। এ ছাড়াও রং করা চুলের যত্নে সাধারণ শ্যাম্পু বা কন্ডিশনার ব্যবহার না করাই শ্রেয়। রং নষ্ট হয় না এমন শ্যাম্পু এবং এসপিএফ-যুক্ত কন্ডিশনার ব্যবহার করা উচিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement