Dark Lips

ঠোঁট ঢেকেছে কালচে দাগছোপে? কোন ঘরোয়া লুকিয়ে মুশকিল আসান?

ঠোঁটের কালচে ভাব দূর করতে ঘরোয়া কিছু টোটকা ভরসা হতে পারে। চেনা টোটকায় কী ভাবে দৃর করবেন ঠোঁটের কালো ভাব?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৪ ১৭:৫৮
Share:

কালচে ঠোঁট দূর হোক ঘরোয়া উপায়ে। ছবি: সংগৃহীত।

ঠোঁটৈর কালো দাগছোপ একেবারেই কাঙ্খিত নয়। তবু বিভিন্ন কারণে ঠোঁটে কালচে দাগ হয়ে যায়। ধূমপান এর অন‍্যতম কারণ। দীর্ঘ দিনের ধূমপানের অভ‍্যাসে ঠোঁট কালো হয়ে যেতে পারে। আবার কালচে ঠোঁটের নেপথ‍্যে জিনগত কারণও থাকতে পারে। তবে কারণ যাই হোক, ঠোঁটের কালচে ভাব দূর করতে ঘরোয়া কিছু টোটকা ভরসা হতে পারে। চেনা টোটকায় কী ভাবে দৃর করবেন ঠোঁটের কালো ভাব?

Advertisement

১) বাড়িতে পাতিলেবু আসেই। দু’টি টুকরো নিজের জন্য আলাদা করে কেটে রেখে দিন। সকাল ও সন্ধ্যায় দু’বার সেই লেবু ভাল ভাবে ঠোঁটে ঘষুন।

২) এই মুশকিলে কাজে আসে মধুও। এক চা চামচ মধুতে খানিকটা চিনি মিশিয়ে নিন। তার পর সেই মিশ্রণ ভাল ভাবে তা ঠোঁটে লাগান। ঘণ্টা খানেক রেখে ঠোঁট ধুয়ে ফেলুন।

Advertisement

৩) ত্বকের যত্নে হলুদের মতো কাজের জিনিস কমই হয়। এক চামচ হলুদের সঙ্গে এক চামচ দুধ মিশিয়ে নিন। সেই মিশ্রণটি ভাল ভাবে ঠোঁটে লাগান। কিছু ক্ষণ রেখে ধুয়ে নিন।

৪) রোজ রাতে ঘুমনোর আগে ঠোঁটে ভাল ভাবে অ্যালো ভেরা জেল লাগিয়ে নেওয়া যায়। সারা রাত তা সে ভাবেই রেখে দিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement