বর্ষায় পোশাক এবং মরসুমের সঙ্গে মিলিয়ে মনের মতো রূপটান করলেই শুধু হবে না, প্রসাধন সামগ্রীরও যত্ন নিতে হবে। ছবি: সংগৃহীত।
ছুটির দিনে বারান্দায় বসে ঝিরিঝিরি বৃষ্টি দেখতে অনেকেই ভালবাসেন। বর্ষার মরসুমে অনেকেই রোম্যান্টিক হয়ে পড়েন। তবে বর্ষার স্যাঁতসেঁতে ভাব আবার অনেকেরই পছন্দ নয়। মেঘলা আকাশ, রোদ ঝলমলে দিনের অপেক্ষা— বর্ষাকাল অনেকের কাছেই বিরক্তিকর। বৃষ্টির স্যাঁতসেঁতে আবহে জামাকাপড়ও ঠিক করে শুকোয় না। হেঁশেলে কৌটোতে ভরা মশলাও কেমন যেন নেতিয়ে পড়ে। আলমারির তাকে যত্নে তুলে রাখা জামাকাপড়েও সোঁদা গন্ধ লেগে থাকে। এই আবহাওয়ায় একই হাল হয় শখ করে কেনা প্রসাধনীগুলিরও। বর্ষায় পোশাক এবং মরসুমের সঙ্গে মিলিয়ে মনের মতো রূপটান করলেই শুধু হবে না, প্রসাধন সামগ্রীরও যত্ন নিতে হবে। দামি প্রসাধনীগুলির যত্ন নিন ৫ উপায়ে।
১) অনেকেরই অফিস ব্যাগে প্রসাধন সামগ্রী থাকে। তবে এখন বৃষ্টির কোনও ঠিক নেই। যখন-তখন ঝরে পড়ছে। সঙ্গে ছাতা না থাকলে ব্যাগপত্রও ভিজে যায়। সে ক্ষেত্রে ভিজে ব্যাগে থাকা প্রসাধনীগুলি নষ্ট হয়ে যেতে পারে। লিপস্টিক, আইলাইনার, মাসকারা অফিস ব্যাগে ভরার আগে ওয়াটারপ্রুফ মেকআপ ব্যাগ ব্যবহার করুন।
২) তাড়াহুড়ো হোক কিংবা অন্যমনস্কতা, প্রসাধনী ব্যবহারের পর সঠিক ভাবে তার ঢাকনা বন্ধ করতে ভুলে যান অনেকে। কিন্তু বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় প্রসাধনী নষ্ট হয়ে যেতে পারে। তাই এ সময়ে ব্যবহারের পর প্রসাধনীর ঢাকনা ভাল করে বন্ধ করতে ভুলবেন না।
৩) যে সব প্রসাধনীতে পাউডারের ভাগ বেশি, এমন জিনিস সবচেয়ে বেশি কাজে লাগে বর্ষাকালে। তাই এ সময়ে আইশ্যাডো, ফেস পাউডারের মতো প্রসাধনীর বাড়তি যত্ন নিতে হবে। খোলা জায়গায় না রেখে চেষ্টা করুন এ ধরনের প্রসাধনীগুলিকে শুকনো বদ্ধ কোনও জায়গায় রাখতে।
৪) শুধু প্রসাধনী নয়, মেকআপ ব্রাশও কিন্তু বর্ষায় নষ্ট হয়ে যেতে পারে। তাই মেকআপ ব্রাশও যত্নে রাখা জরুরি। মেকআপ ব্রাশগুলি পারলে চেন আঁটা পাউচে ভরে রাখুন। নিয়ম করে ব্রাশ পরিষ্কার করা জরুরি, না হলে কিন্তু বর্ষাকালে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।
৫) বর্ষায় কোনও প্রসাধনী ব্যবহার করার আগে দেখে নিন, সেগুলি ঠিক আছে কি না। এ সময়ে বাতাসের অত্যধিক আর্দ্রতায় প্রসাধনীতে ব্যাক্টেরিয়া জন্ম নিতে পারে। যা ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর।