Moringa Oil For Skin

খসখসে ত্বক মোলায়েম হবে, হাত-পা নরম থাকবে সজনে তেলেই!শীতে কী ভাবে মাখবেন?

খসখসে ত্বক মোলায়েম হবে, হাত-পা নরম থাকবে সজনে তেলেই!শীতে কী ভাবে মাখবেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ১৪:০৩
Share:

মোরিঙ্গা তেল ত্বকের জন্য কতটা উপকারী? ছবি: সংগৃহীত।

সজনে ফুল, সজনে ডাঁটা খাওয়ার চল আজকের নয়। এক সময় বাড়িতে বাড়িতে সজনে গাছ থাকত। খাওয়া ভাল এবং খেতে ভাল বলেই লোকে এই গাছের ফুল, ডাঁটা খেতেন। তবে ভারতীয় পরিচিত সেই সজনেই এখন বিশ্বজনীন— এই গাছের ফল থেকে পাতার গুণাগুণ নিয়ে চর্চা হওয়ার পরেই।

Advertisement

ভিটামিন এ, ই, সি, ক্যালশিয়াম, পটাশিয়াম, অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর সজনে গাছের পাতা থেকে ফল এবং ফুল। এটি এমন একটি গাছ যার প্রতিটি অংশই পুষ্টিগুণে ভরা এবং ব্যবহারযোগ্য। বাজারে মোরিঙ্গা অয়েল নামে বিক্রি হয় এই গাছের ফল থেকে পাওয়া তেল। সজনে বীজ থেকে তৈরি মোরিঙ্গা অয়েলই হতে পারে শীতের রূপচর্চার উপকরণ।

পুষ্টিবিদেরা বলছেন, ভিটামিন এ এবং সি-সমৃদ্ধ এই ভেষজে আয়রন, ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, জ়িঙ্কের মতো খনিজও রয়েছে ভরপুর মাত্রায়। এ ছাড়া অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-ফাঙ্গাল উপাদানও রয়েছে এতে।

Advertisement

সজনের তেলের গুণ

১। মোরিঙ্গা অয়েল বা সজনের বীজ থেকে তৈরি তেল চুলে সিরামের মতো কাজ করে। ভিটামিন সি-এর গুণে ত্বক হয় সুন্দর। সজনে পাতায় মেলে অ্যান্টি-অক্সিড্যান্ট। তা ছাড়া সজনে তেল কিন্তু মোটেও চটেচটে বা ভারী নয়। হালকা তেল সহজেই ত্বকে মিশে যায়। শরীর এবং একই সঙ্গে মাথার ত্বকে ব্যবহার করলে চুলের আর্দ্রতা ধরে রাখতেও এটি সাহায্য করে।

২। সজনে তেলে ওলিক অ্যাসিড থাকে যা ত্বকের ময়েশ্চারাইজ়ার হিসাবে কাজ করে। এ ছাড়া এতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে যা ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। তা ছাড়া, সজনের তেল চটচটে নয় বলে যে কোনও ধরনের ত্বকেই তা ব্যবহার করা যায়।

৩। বয়সের সঙ্গে সঙ্গে বা দূষণের কারণে ত্বকে কোলাজেনের মাত্রা কমতে থাকে, বলিরেখা পড়ে যায়। তবে মোরিঙ্গা অয়েল কোলাজেনের মাত্রা ঠিক করে এবং ত্বক টানটান রাখতে সাহায্য করে।

৪। প্রসাধনীতে ব্যবহৃত রাসায়নিক অনেক সময় নিঃশব্দে ত্বকের ক্ষতি করে। তবে মোরিঙ্গা তেলে সেই ভয় নেই। এতে উপস্থিত প্রাকৃতিক উপাদান ত্বক বান্ধব এবং ত্বকের জেল্লা বৃদ্ধিতেও সহায়ক।

মোরিঙ্গা তেল উপকারী হলেও প্রথম বার তা মাখার আগে প্যাচ টেস্ট জরুরি। হাতের কোনও অংশে তেল মেখে ঘণ্টা খানেক অপেক্ষা করুন। জ্বালা-চুলকানি না হলে সেটি গায়ে-মুখে মাখা যায়।

গায়ে এবং মুখেও তেলটি মাখা চলে। ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে মোরিঙ্গা তেল মেখে নিন। তার পরে ময়েশ্চারাইজ়ার মাখুন। নারকেল তেল বা অলিভ অয়েলের সঙ্গে মোরিঙ্গা তেল মিশিয়েও মাখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement