Raw Turmeric

রোদে পোড়া ত্বকে জেল্লা ফেরাবে কাঁচা হলুদ, তা দিয়ে কী ভাবে রকমারি মাস্ক বানাবেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ ১৩:২৫
Share:

শুষ্ক, তৈলাক্ত, কোন ধরনের ত্বকে কী ভাবে কাঁচা হলুদ মাখবেন? ছবি:ফ্রিপিক।

মা-ঠাকুমারা বলেন, সকালে খালি পেটে এক টুকরো কাঁচা হলুদ গুড় দিয়ে খেলে নাকি রোগবালাই ঘেঁষতে পারে না। শরীর থাকে সুস্থ। শুধু খাওয়াই নয়, ঘরোয়া রূপচর্চাতেও বরাবরই আলদা জায়গা কাঁচা হলুদের। বাজারচলতি প্রসাধনী কিনে রূপচর্চার বদলে, আগেকার দিনে কাঁচা হলুদ বেটে দুধের সরের সঙ্গে মিশিয়ে মুখে মাখার চল ছিল। আসলে হলুদের গুণ অনেক। এতে রয়েছে কারকিউমিন নামে একটি উপাদান। অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর কাঁচা হলুদ শুধু মুখে দীপ্তি ফেরায় না, এতে থাকা অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান ব্রণ, ফুস্কুড়ির সমস্যাও বশে রাখে। মুখের বলিরেখা দূর করতেও সাহায্য করে হলুদ। তা দিয়ে কী ভাবে বানিয়ে নেবেন ত্বকের উপযোগী মাস্ক?

Advertisement

শুষ্ক, সাধারণ ত্বকের জন্য

উপকরণ

Advertisement

২ টেবিল চামচ কাঁচা হলুদ বাটা বা গুঁড়ো

১ টেবিল চামচ চন্দনগুঁড়ো

১ টেবিল চামচ মধু

২ টেবিল চামচ দুধ

পদ্ধতি: সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। তার পর ফেসওয়াশ দিয়ে মুখে ধুয়ে মাস্কটি মুখে লাগিয়ে নিন। মিনিট ১৫ রেখে মুখে জলের ঝাপটা দিন। মাস্ক নরম হয়ে যাবে। সেটি তোলার সময় হালকা হাতে মালিশ করুন। তার পর ধুয়ে ফেলুন। শুষ্ক বা সাধারণ ত্বকের জন্য এই মাস্কটি ভাল।

তৈলাক্ত ত্বকের জন্য

উপকরণ

২ টেবিল চামচ কাঁচা হলুদ বাটা বা গুঁড়ো

১ টেবিল চামচ বেসন

১ টেবিল চামচ টক দই

পদ্ধতি: তৈলাক্ত ত্বকের জন্য মুখের এই মাস্কটি ভাল। দই, বেসন এবং হলুদ একসঙ্গে মিশিয়ে নিন। তার পর পরিষ্কার মুখে তা মেখে ফেলুন। ১৫ মিনিট মুখে রেখে ধুয়ে নিন।

জেল্লাহীন ত্বকের জন্য

উপকরণ

২ টেবিল চামচ কাঁচা হলুদ বাটা বা গুঁড়ো

১ টেবিল চামচ ওট্স গুঁড়ো

২টেবিল চামচ দুধ

পদ্ধতি: জেল্লাহীন ত্বকের জন্য এই মাস্ক বিশেষ কার্যকর। কাঁচা হলুদ, ওট্স গুড়ো, দুধ একসঙ্গে মিশিয়ে নিন। তার পর তা মুখে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

স্পর্শকাতর ত্বকের জন্য

উপকরণ

১ টেবিল চামচ কাঁচা হলুদ বাটা বা গুঁড়ো

১ টেবিল চামচ অ্যালো ভেরা জেল

পদ্ধতি: দু’টি উপকরণ ভাল করে মিশিয়ে নিন। তার পর মুখে ধুয়ে তা মেখে নিন। ত্বক স্পর্শকাতর হলে মিনিট দশেক রেখেই তা ধুয়ে ফেলুন। তবে মাস্কের জন্য সরাসরি অ্যালো ভেরার শাঁস ব্যবহার না করে, জেল মাখাই ভাল।

কালচে ভাব দূর করতে

১ টেবিল চামচ কাঁচা হলুদ বাটা বা গুঁড়ো

১ টেবিল চামচ মুলতানি মাটি

পদ্ধতি: দু’টি উপকরণ ভাল করে মিশিয়ে নিন। মেশানোর সময় বেশি শুকনো মনে হলে দু’চামচ গোলাপজল যোগ করতে পারেন। রোদে পোড়া কালচে দাগ তুলতে এই মাস্কটি বিশেষ সহায়ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement