Winter Dandruff

শীত পড়তেই খুশকির সমস্যা, নারকেল তেলে কর্পূর মিশিয়ে মাখলে কি কোনও লাভ হবে?

শীত পড়তেই খুশকির সমস্যা দেখা দিয়েছে। নারকেল তেলের সঙ্গে কর্পূর মাখলে বাড়তি কোনও লাভ হবে কি?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৫
Share:

খুশকি কি দূর হয় নারকেল তেল আর কর্পূর মাখলে? ছবি: সংগৃহীত।

সুন্দর কালো পোশাক পরে পার্টিতে গেলেন। কিন্তু ঘণ্টাখানেক যেতে না যেতেই মাথা থেকে খুশকির গুঁড়ো ঝরে পড়তে শুরু করল পোশাকে। এমন সমস্যা অনেকেরই হয়। কারও সারা বছর খুশকি না হলেও, শীতের মরসুমে সমস্যা দেখা যায়। মাথা চুলকানো, জামায় সাদা গুঁড়োর মতো খুশকি ঝরে পড়া ক্ষেত্রবিশেষে অত্যন্ত বিব্রতকর হয়ে ওঠে। কিন্তু কী ভাবে সমস্যার সমাধান হবে? বাজারচলতি শ্যাম্পু মেখেছেন। তাতে এক বা দু’দিন খুশকি কম থাকলেও যে কে সেই!

Advertisement

অনেকেই বলেন, খুশকির সমস্যার সমাধানে কর্পূর খুব কার্যকর। নারকেল তেলের সঙ্গে মিশিয়ে মাখলে নাকি খুশকি চলে যায়। কর্পূরের ব্যবহার আমাদের দেশে বহু প্রাচীন। কর্পূর গাছের বিজ্ঞানসম্মত নাম ‘সিনামোনান ক্যাম্ফরা’। এই গাছের ছাল থেকেই পাওয়া যায় কর্পূর। উদ্বায়ী কর্পূরের গুণ অশেষ। কিন্তু তা কি সত্যি খুশকি দূর করে?

কিন্তু খুশকি কেন হয়?

Advertisement

মাথার ত্বকে আর্দ্রতার অভাব হলে তা অতিরিক্ত শুষ্ক হয়ে পড়ে। এ ছাড়াও চুলে অতিরিক্ত তাপ লাগলে, চুলের কোনও রাসায়নিক নির্ভর ট্রিটমেন্ট করালেও খুশকি হতে পারে। ছত্রাকের আক্রমণে, কোনও সংক্রমণ হলেও খুশকি হতে পারে।

নারকেল তেল কেন ভাল?

চুলের বৃদ্ধিতে সাহায্য করে এটি। নারকেল তেলে থাকা ফ্যাটি অ্যাসিড চুলকে আর্দ্রতা জোগায়। লরিক অ্যাসিড চুলে পুষ্টি জোগাতে এবং মজবুত করতে সাহায্য করে। এতে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান। যা চুলের ছোটখাটো সংক্রমণ রোধে সহায়ক।

কর্পূরের কী ভূমিকা?

বাজারচলতি কর্পূর দেখতে হয় সাদা রঙের। এতে রয়েছে অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান। যা মাথার ত্বকের সংক্রমণের মোকাবিলা করতে সক্ষম। প্রদাহ কমাতেও সাহায্য করে কর্পূর।

নারেকল তেল এবং কর্পূর মেশালে কী হয়?

দুই উপকরণের মিশেল মাথার ত্বকে বাড়তি ময়েশ্চারাইজ়ার জোগাতে সাহায্য করে। অ্যান্টিফাঙ্গাল উপাদান থাকায় এই তেল খুশকি দূর করতেও কার্যকর। একই সঙ্গে প্রদাহনাশক উপাদান থাকায়, তেল মাখলে মাথার ত্বক আরাম পাবে। মাথা চুলকানোর সমস্যাও কমবে। যদিও নারকেল তেল এবং কপূর্রের উপকারিতা নিয়ে আলাদা গবেষণা হলেও, দু’টির মিশেল কতটা কার্যকর, তা নিয়ে খুব একটা পরীক্ষানিরীক্ষা হয়নি। তবে ত্বকের চিকিৎসকেরা বলছেন, নারকেল তেল চুলের জন্য উপকারী হলেও, শুধু কর্পূর চুলের জন্য কতটা কার্যকর তা নিয়ে প্রশ্ন থাকে। সে ক্ষেত্রে নারকেলে তেলের সঙ্গে জুড়লে তা কাজে আসতে পারে।

কী ভাবে মাখবেন?

১ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে ১ বা ২ গ্রাম কর্পূর মিশিয়ে নিন। সেটা মাথার ত্বকে এবং চুলে মাখতে হবে। হালকা হাতে মালিশ করলে মাথার ত্বকে রক্ত সঞ্চালন ভাল হবে। তেল মাথায় আধ ঘণ্টা রেখে মৃদু শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement