Skin Care Tips

নাকের উপরে ও দু’পাশে ব্রণ হচ্ছে? সমস্যা থেকে রেহাই দিতে পারে একটি তেল, কী ভাবে মাখবেন?

নাকের দু’পাশে, থুতনিতে অতি সূক্ষ্ম কালো বিন্দুর মতো ফুটে উঠতে দেখা যায়। তা ছাড়া নাকের দু’পাশে সাদা ব্রণও উঁকি দেয় যখন তখন। এর থেকে রেহাই পাওয়ার উপায় কী?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৯:২০
Share:

নাকের পাশে গজিয়ে ওঠা ব্রণ-ফুস্কুড়ি দূর করার উপায় কী? ছবি: ফ্রিপিক।

তৈলাক্ত ত্বকে র‌্যাশ, ব্রণের সমস্যা গুরুতর। তবে এর পরেই যে সমস্যা উঁকি দেয়, তা হল ব্ল্যাকহেড্‌স বা হোয়াইটহেড্‌স। নিয়মিত মুখ পরিষ্কার না করলে ত্বকের অতিরিক্ত তেল, মৃত কোষের উপর ধুলোময়লা জমে। নাকের দু’পাশে, থুতনিতে অতি সূক্ষ্ম কালো বিন্দুর মতো ফুটে উঠতে দেখা যায়। তা ছাড়া নাকের দু’পাশে সাদা ব্রণও উঁকি দেয় যখন তখন। কোথাও যাচ্ছেন, দেখবেন নাকের উপরে গজিয়ে উঠেছে ব্রণ। ত্বক ঠিকমতো পরিষ্কার না করার কারণেই, এই সমস্যা দেখা দেয়। এর থেকে রেহাই পাওয়ার উপায় কী?

Advertisement

ব্রণ-ফুস্কুড়ির সমস্যা থেকে রেহাই দিতে পারে অলিভ অয়েল। অলিভ অয়েলে ভরপুর মাত্রায় অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে, যা ত্বকের কোষে কোলাজেনের উৎপাদন বাড়ায়। রুক্ষ ত্বককে কোমল করতে পারে। তা ছাড়া অলিভ অয়েলের ভিটামিন ও খনিজ উপাদান ত্বকের কোষের পিএইচের ভারসাম্যও বজায় রাখে। ফলে ত্বকের প্রদাহ কমে এবং ব্রণর সমস্যা দূর হয়। তবে ব্রণ বা র‌্যাশের সমস্যা দূর করতে হলে অলিভ অয়েল মাখতে হবে বিশেষ উপায়ে। কী ভাবে তা জেনে নিন।

অলিভ অয়েল ও মধুর মাস্ক

Advertisement

এক চা চামচ অলিভ অয়েলের সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে মুখে মেখে ২০ মিনিট অপেক্ষা করতে হবে। এর পর ঈষদোষ্ণ জলে মুখ ধুয়ে নিন। সপ্তাহে তিন বার ব্যবহার করলে উপকার পাবেন।

অলিভ অয়েলের সঙ্গে লেবু

এক চা চামচ অলিভ অয়েলের সঙ্গে, সম পরিমাণ মধু, লেবুর রস মিশিয়ে তার মধ্যে একটি ডিমের কুসুম দিয়ে ভাল ভাবে ফেটিয়ে নিন। এ বার মুখে, হাতে গলায় একটি মেকআপ ব্রাশের সাহায্যে ওই মাস্ক লাগিয়ে নিন। ১৫ মিনিট ওই ফেসপ্যাকটি লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

অলিভ অয়েলের সঙ্গে চিনি

নাকের ব্ল্যাকহেড্‌স ও হোয়াইটহেড্‌সের সমস্যা দূর করতে এক চামচ অলিভ অয়েলের সঙ্গে এক চামচ চিনি মিশিয়ে স্ক্রাব তৈরি করে নিন। মুখে ভাল করে মালিশ করে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে দু’বার ব্যবহার করলেই ত্বকের ধুলোময়লা, মৃত কোষ পরিষ্কার হয়ে যাবে।

এই প্রতিবেদন সচেতনতার উদ্দেশ্যে লেখা। অনেকের ত্বকই স্পর্শকাতর। তাই ব্রণর সমস্যা বাড়লে ত্বকে কিছু ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement