চুলে তেল মাখা বন্ধ করে দিলে নানাবিধ প্রভাব পড়তে পারে। ছবি: সংগৃহীত।
সারা রাত তেল মেখে বিনুনি বেঁধে সকালে শ্যাম্পু। ছোট থেকে এই রীতিতেই চুলের যত্ন করে এসেছেন? কিন্তু এখন সারা রাতের বদলে শ্যাম্পুর আগে ঘণ্টাখানেকও সময় মেলে না। অনেকেই আবার তেল মাসাজের প্রথা একেবারে পাটে তুলে দিয়েছেন। শ্যাম্পু, কন্ডিশনার, সিরামেই নাকি ভাল আছে চুল। কিন্তু এই যে তেল মাখা বন্ধ করে দিয়েছেন, এতে মাথার ত্বকে কী ঘটছে জানেন? ধরা যাক, আপনি এক সপ্তাহ টানা তেল মাখেননি, তা হলে কী প্রভাব পড়ছে দেখা যেতে পারে।
চুলে তেল মাখার পর, মাথার ত্বকে একটি স্তর তৈরি হয়, যা দীর্ঘ ক্ষণ আর্দ্রতা ধরে রাখে। ফলে শুষ্কতাজনিত সমস্যাগুলি কমে। খুশকি, চুলকানি থেকে মুক্তি পাওয়া যায়। চুলের গোড়ায় পুষ্টির জোগান দিতে পারে তেল। এতে চুল, মাথার ত্বক মজবুত হয়।
তেলের ঘাটতিতে চুলে জট পড়তে পারে, তাতে চুল ঝরতে পারে অনেক বেশি পরিমাণে। ছবি: সংগৃহীত।
এক সপ্তাহ টানা তেল না মাখলে কী হতে পারে চুলে?
১. চুল দ্রুত আর্দ্রতা হারিয়ে শুষ্ক হয়ে যাবে। ফলে চুলের আগা এবং গোড়া ভাঙতে শুরু করবে। তেলের স্তর প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখে, যার ফলে চুলের স্বাস্থ্য ভাল থাকে, কিউটিকলকে মসৃণ করতে সাহায্য করে। আর তেলের অভাবে ঔজ্জ্বল্য হারায় চুল।
২. ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এবং খনিজ পদার্থের মতো পুষ্টির জোগান দিতে পারে তেল। এই উপাদানগুলি ছাড়া ধীরে ধীরে চুল দুর্বল হয়ে যেতে থাকে। ফলে চুল পাতলা হয়ে যাওয়া এবং ভাঙন ধরার মতো সমস্যা দেখা দিতে পারে। এমনকি তেলের অভাবে চুলের বৃদ্ধিও কমে যায়। মাথার ত্বকে রোগ দেখা দিতে পারে।
৩. তেল মাখা চুলে জট পড়ার সমস্যা কম থাকে। কারণ কিউটিকল মসৃণ থাকে। তেলের ঘাটতিতে চুলে জট পড়তে পারে, আর জট ছাড়াতে গিয়ে চুল ঝরতে পারে অনেক বেশি পরিমাণে।
৪. পরিবেশগত সমস্যা, যেমন ক্ষতিকারক অতিবেগনি রশ্মি, আবহাওয়ার খামখেয়ালিপনা, এবং দূষণ ইত্যাদি থেকে তেলের স্তর মাথার ত্বক আর চুলকে রক্ষা করতে পারে। তেল বাদ দিলে এগুলি অনেক সহজে চুলের সংস্পর্শে আসে আর চুলের ক্ষতি করে।