how to choose comb

কোন চিরুনিতে চুল আঁচড়াচ্ছেন, তার উপরেও নির্ভর করে চুলের স্বাস্থ্য! আপনার চুলে কেমন চিরুনি উপযুক্ত?

রোজ নানা কাজের মাঝে চুল আঁচড়ানোর জন্য যে চিরুনি ব্যবহার করছেন, সেটিও চুলের স্বাস্থ্যে প্রভাব ফেলে। তাই দেখে শুনে বেছে নিন চুলের জন্য উপযুক্ত চিরুনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ২০:০৩
Share:

ছবি : সংগৃহীত।

চুলের যত্ন নিতে তেল মাখা, প্যাক লাগানো, শ্যাম্পু করার মতো অনেক কিছুই করেন। কিন্তু সঠিক চিরুনি ব্যবহার করেন কি? রোজ নানা কাজের মাঝে চুল আঁচড়ানোর জন্য যে চিরুনি ব্যবহার করছেন, সেটিও চুলের স্বাস্থ্যে প্রভাব ফেলে। তাই দেখে শুনে বেছে নিন চুলের জন্য উপযুক্ত চিরুনি।

Advertisement

১. কোঁকড়ানো চুল

কোঁকড়ানো চুলের জট ছাড়ানো বেশ কঠিন। ভুল চিরুনি ব্যবহার করলে চুল ছিঁড়ে যেতে পারে। ওই ধরনের চুলে মোটা দাঁতের চিরুনি সবচেয়ে বেশি উপযোগী। কারণ, এটি চুলের স্বাভাবিক ধরন নষ্ট না করে সহজেই জট ছাড়ায়। ভেজা অবস্থায় জট ছাড়ালে এটি ভাল কাজ করে।

Advertisement

২. স্ট্রেট চুলে

যাঁদের চুল স্ট্রেট অর্থাৎ ঢেউ খেলানো বা কোঁকরানো নয়, তাঁদের চুলে ফোলাভাব কম থাকে। এই ধরনের চুল আঁচড়াতে প্রয়োজন প্যাডেল ব্রাশ বা নরম দাঁতের ব্রাশ, যা চুল মসৃণ রাখতে সাহায্য করে। ওই ধরনের চিরুনি মাথার তালুতে রক্তসঞ্চালন বৃদ্ধি করে। চুলের ফলিকল থেকে বেরনো সিবাম চুলে ছড়িয়ে দেয়। যা চুলকে উজ্জ্বল দেখাতে সাহায্য করে।

৩. ঘন ও লম্বা চুল

চুল ঘন এবং লম্বা হলে দরকার মজবুত চিরুনি। এক্ষেত্রে বোর ব্রিসল ব্রাশ বা বড় প্যাডেল ব্রাশ কাজে লাগতে পারে। বোর ব্রিসল ঘন চুলের গভীরে পৌঁছাতে পারে। এই ব্রাশে চুল আঁচড়ালে চুল রেশমের মতো উজ্জ্বল এবং নরম হয়।

৪. ছোট চুল

যাঁদের চুল ঘাড় পর্যন্ত ছাঁটা বা কাঁধ পর্যন্ত তাঁদের চুল সেট করার জন্য রাউন্ড ব্রাশ ভাল কাজে দেয়। চারপাশে সরু দাঁত দেওয়া ওই চিরুনি দিয়ে চুল আঁচড়ালে চুলে ভলিউম বাড়ে। বিভিন্ন রকম স্টাইল করতেও সুবিধা হয়।

৫. ভেজা চুল

চুল ভেজা অবস্থায় সবচেয়ে বেশি দুর্বল থাকে। তাই ভিজে চুল যদি আঁচড়াতেই হয়, তবে সাধারণ চিরুনির বদলে মোটা দাঁতের চিরুনি অথবা বিশেষ ডিট্যাঙ্গলিং ব্রাশ ব্যবহার করা ভাল। ওই ধরনের চিরুনি চুলের গোড়া আলগা না করেই আলতোভাবে জট ছাড়াতে সাহায্য করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement