Soap Nail

কৃত্রিম নখ, রংচঙে নখরঞ্জনী ছাড়াও নখ দেখায় সুন্দর, চর্চা এখন ‘সোপ নেল’ নিয়েই

যত্নে থাকবে নখ, আবার সৌন্দর্যও চোখে পড়বে। কৃত্রিম নখ বা নখ রঞ্জনী ছাড়াই কী ভাবে তা সম্ভব? ‘সোপ নেল’ নিয়ে চর্চা কেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১৭:৩০
Share:

‘সোপ নেল’ -এর পদ্ধতি মোটেই কঠিন নয়। শিখে নিন কী ভাবে নিজের নখকে এমন রূপ দেবেন? ছবি: সংগৃহীত।

লম্বা নখে নানা রঙের বৈচিত্র, কোথাও পাথর দিয়ে শিল্প, আবার কোথাও সূক্ষ্ম নকশার কারুকাজ। ‘নেল আর্ট’ বা ‘নখ শিল্পে’ এমন নকশারই জনপ্রিয়তা। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদল হয় সৌন্দর্যের সংজ্ঞার। ‘সোপ নেল’ তেমনই একটি বদলের ফল।

Advertisement

রূপচর্চা, রূপটান শিল্পে যেমন চটকদার, জাঁকজমকপূর্ণ সাজের কদর রয়েছে, তেমনই নতুন এক ধারাও রয়েছে। যেখান রূপটান হবে অতি নিখুঁত, ঢেকে যাবে সমস্ত খুঁত, তবে থাকবে না বাহুল্য। সাজগোজে থাকবে আলগা চটক। সাজগোজ হবে, তবে তা ব্যক্তি বিশেষের নিজস্ব সৌন্দর্যকে সম্পূর্ণ বদলে দেবে না।

নখের ক্ষেত্রেও তাই। কৃত্রিম নখ লাগানো বা উজ্জ্বল রংয়ের শিল্পকলার বদলে ‘সোপ নেল’ বাহুল্য বর্জিত নখ-শিল্পকে তুলে ধরে। যেখানে নখ থাকবে পরিচ্ছন্ন, থাকবে হালকা রঙের নেল পালিশের পরত। একটা চকচকে ভাব লেগে থাকবে সেই নখে। ব্যাস এতটুকুই। এক অদ্ভুত পরিপাট্য থাকে ‘সোপ নেল’-এ। কেউ কেউ বলেন, এই ধরনের নখের সৌন্দর্য সাবানের কথা মনে করায়, তাই এমন নামকরণ।

Advertisement

কিছু না থেকেও যেন এই নখের সৌন্দর্যে এক আভিজাত্য রয়েছে। যে কোনও পোশাকের সঙ্গেই তা হয়ে ওঠে মানানসই। আবার লম্বা নখ রাখার দরকার হয় না, ফলে নখ ভেঙে যাওয়ার ভয় থাকে না। নিজস্ব নখকেই সুন্দর করে রাখা যায়।

লস অ্যাঞ্জেলস-এর এক রূপচর্চা শিল্পী ব্রিটনি বয়েস এক সাক্ষাৎকারে জানিয়েছেন, খুব ভাল করে নখ পরিষ্কার করা থেকেই এই ধরনের নখ-শিল্পের ভাবনার জন্ম। তবে মেকআপ করার সময় যেমন ভাল মানের ফাউন্ডেশনের দরকার, ‘সোপ নেল’ তৈরির সময়ও লাগবে ভাল মানের বেসকোট এবং চকচকে টপকোট।

‘সোপ নেল’ তৈরির পদ্ধতি

• প্রথমেই নখ ভাল করে কিউটিক্যাল রিমুভার দিয়ে পরিষ্কার করে নিতে হবে। নখের চারপাশে মৃত কোষ জমে থাকে। সেগুলি ভাল করে পরিষ্কার করে নেওয়া জরুরি। একই সঙ্গে নখের কোণে লেগে থাকা ময়লাও পরিষ্কার করে নিন।

• নখ যতটা বড় রাখতে চান সেই অনুযায়ী তা কেটে ভাল করে শেপ করে নিতে হবে। সাধারণত ‘সোপ নেল’-এ বেশি লম্বা নখ রাখার দরকার হয় না।

• বাফার দিয়ে নখের উপরিভাগ ঘষে পরিষ্কার করে নিন। মনে রাখতে হবে নখই হল ক্যানভাস। তাকেই সাজিয়ে তুলতে হবে।

• সোপ নেল তৈরির জন্য দরকার চকচকে ভাব যুক্ত নেল পলিশ। তবে রংটি হালকাই হতে হবে। গোলাপি, সাদা বা এমন কিছু রং বেছে নিন, যা নখের রঙের কাছাকাছি হতে পারে। বেসকোট ব্যবহারের পর দিতে হবে স্বচ্ছ অথচ চকচকে টপ কোট।

• ‘সোপ নেল’- দেখলে মনে হবে নিজস্ব নখই, তবে একটু চকচকে। একটা ঔজ্জ্বল্য থাকবে এতে। জেল বেসড নেল পলিশই সেই চকচকে ভাবটি আনবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement