Red Aloe Vera Benefits

সবুজ নয়, রূপচর্চার জগতে জনপ্রিয় হয়ে উঠছে লাল অ্যালো ভেরা! কী এমন আছে এতে?

বাড়িতে বা বাড়ির আশপাশে যে ধরনের গাছ দেখা যায়, তার বেশির ভাগই সবুজ রঙের। কিন্তু চর্মরোগ চিকিৎসকেরা বলছেন, ইদানীং রূপচর্চা জগতে বেশ জনপ্রিয় হয়ে উঠছে লাল অ্যালো ভেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪৮
Share:

লাল অ্যালো ভেরা সবুজটির থেকে আলাদা? ছবি: সংগৃহীত।

কাটাছেঁড়া, পোড়া, ফাটা, র‌্যাশ-ব্রণ— সবেতেই ম্যাজিকের মতো কাজ করে অ্যালো ভেরা জেল। ফ্ল্যাটের বারান্দায় রাখা অ্যালো ভেরা গাছটির পাতা কেটে সেখান থেকে শাঁস বার করে চুলেও মাখেন অনেকে। তবে বাড়িতে বা বাড়ির আশপাশে যে ধরনের গাছ দেখা যায়, তার বেশির ভাগই সবুজ রঙের। কিন্তু চর্মরোগ চিকিৎসকেরা বলছেন, ইদানীং রূপচর্চা জগতে বেশ জনপ্রিয় হয়ে উঠছে লাল অ্যালো ভেরা।

Advertisement

লাল অ্যালো ভেরা কী?

অ্যালো ভেরার নানা প্রজাতি রয়েছে। তার মধ্যে এটি একটি। তবে এই লাল রঙের অ্যালো ভেরা এ দেশে খুব একটা দেখতে পাওয়া যায় না। রুক্ষ, শুষ্ক, দক্ষিণ আফ্রিকার মরু অঞ্চলে এটির আদি বাস। যে হেতু দুর্গম অঞ্চলে, রুক্ষ আবহাওয়ার সঙ্গে লড়াই করে লাল অ্যালো ভেরা বেঁচে থাকে, তাই সাধারণটির তুলনায় বিশেষ এই প্রজাতিটির কার্যক্ষমতা অনেক বেশি হবে বলে মনে করছেন রূপচর্চা শিল্পীরা।

Advertisement

কী এমন আছে এই লাল অ্যালো ভেরায়?

১) লাল অ্যালো ভেরা ‘অ্যান্থোসায়ানিন’ নামক উপাদানের ভান্ডার। এটি আসলে এক ধরনের অ্যান্টি-অক্সিড্যান্ট, যা ত্বকের জন্য রক্ষাকবচের মতো কাজ করে। অ্যান্টি-এজিং উপাদান হিসাবেও কাজ করে।

২) সাধারণ, সবুজ রঙের অ্যালো ভেরার তুলনায় এই প্রজাতিটির পাতায় জল ধারণ করার ক্ষমতা অনেক বেশি। তাই ত্বকের আর্দ্রতা ধরে রাখতে তা বিশেষ ভাবে পারদর্শী।

৩) লাল রঙের অ্যালো ভেরায় ভিটামিন এ, সি, ই রয়েছে যথেষ্ট পরিমাণে। এগুলি ত্বকের কোলাজেন উৎপাদনে সহায়তা করে। ত্বকের টান টান ভাবও বজায় রাখে।

কী ভাবে মাখবেন লাল রঙের অ্যালো ভেরা?

১) ছোট একটি পাত্রে পরিমাণমতো অ্যালো ভেরার শাঁস এবং মধু ভাল করে মিশিয়ে নিন। এ বার এই মিশ্রণ মুখে মেখে রাখুন মিনিট পনেরো। তার পর মুখ ধুয়ে ফেলুন। ত্বকের জেল্লা হবে চোখে পড়ার মতো।

২) অ্যালো ভেরার শাঁস, সামান্য টক দই এবং এক চিমটে হলুদ ভাল করে মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখে মাখলে কালচে দাগছোপ, বলিরেখার সমস্যা দূর হবে সহজেই।

৩) অ্যালো ভেরার শাঁস এবং শসার রস দিয়েও প্যাক বানিয়ে ফেলতে পারেন। স্পর্শকাতর ত্বকের জন্য এই মিশ্রণ ভাল। ত্বকের প্রদাহজনিত সমস্যা নিরাময় করতেও দারুণ কাজ করে এই টোটকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement