Vikram Chatterjee

নতুন ছবির শুটিং চলছে, পয়লা বৈশাখ তাই সেটেই কাটবে: বিক্রম চট্টোপাধ্যায়

শুটিংয়ে ব্যস্ত টলি অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। দম ফেলার ফুরসত নেই। ব্যস্ততার ফাঁকেই আনন্দবাজার অনলাইনের সঙ্গে নববর্ষের আড্ডায় মাতলেন অভিনেতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৩ ১৩:১৮
Share:

বৈশাখের প্রথম দিনটি কী ভাবে কাটাচ্ছেন টলি অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়? ছবি: সংগৃহীত।

নববর্ষ বাঙালির আবেগের উৎসব। উদ্‌যাপনের প্রতিটি ছন্দে বাজে বাঙালিয়ানার সুর। দুর্গাপুজোর পর বাঙালি নিজেকে উজাড় করে দেয় যে পার্বণে, তা হল পয়লা বৈশাখ। আগমনী উৎসবের আবহ যেন ফিরে ফিরে আসে নববর্ষে। বৈশাখের প্রথম দিনটির আবাহনে চারদিকে উৎসবমুখর।

Advertisement

বাংলা নতুন বছরের উৎসবে শামিল টলিপাড়ার তারকারাও। বৈশাখের প্রথম দিনটি কী ভাবে কাটাচ্ছেন টলি অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়? কী পরিকল্পনা তাঁর? আনন্দবাজার অনলাইনের সঙ্গে একান্ত আড্ডায় বিক্রম বলেন, ‘‘নতুন ছবি ‘পারিয়া’র শুটিং চলছে। আমি এক মুহূর্ত সময় পাচ্ছি না আলাদা করে কিছু করার। শুটিংয়ে যাব। সারা দিন ওখানেই কাটবে। ফলে এই পয়লা বৈশাখ নিয়ে আলাদা করে কোনও পরিকল্পনা নেই।’’

বিক্রমের কি একটু মনখারাপ? অভিনেতার কথায়, ‘‘না না, মনখারাপ নয়। আসলে কাজ, ব্যস্ততা থাকলে আমার ভাল লাগে। উৎসব আর উদ্‌যাপন তো থাকবেই, সেই সঙ্গে কাজও থাকুক। কাজের জন্যেই তো মানুষ আমাদের ভালবাসেন। আর এমন বিশেষ দিনে যদি কাজের মধ্যে থাকতে পারি, তার চেয়ে ভাল তো আর কিছুই হতে পারে না।’’

Advertisement

শুটিং চলছে। ব্যস্ততায় কাটবে নববর্ষ। বিক্রম কি সেটের খাবারই খাবেন এমন দিনে? তাঁর কথায়, ‘‘এই ছবিটির জন্য চেহারায় একটা বদল আনতে হয়েছে। ছবি শুরুর আগে থেকেই নিজেকে বদলে ফেলার প্রস্তুতি নিচ্ছি। এখন তো শুটিং শুরু হয়ে গিয়েছে। ফলে আরও বেশি কড়া নিয়ম মেনে চলতে হচ্ছে। ডায়েট করছি। নববর্ষ আলাদা করে বাঙালি খাবারের ভূরিভোজের পরিকল্পনা আপাতত বন্ধ। তবে শুটিং শেষ হলে নিশ্চয়ই উদ্‌যাপন হবে।’’

শুটিং না থাকলেও কি ডায়েট ছে়ড়ে বাঙালি খাবার খেতেন বিক্রম? ছবি: সংগৃহীত।

শুটিং না থাকলেও কি ডায়েট ছে়ড়ে বাঙালি খাবার খেতেন বিক্রম? অভিনেতা বলেন, ‘‘একদম খেতাম। আমি সবই খাই। অনেক নববর্ষ গিয়েছে, যখন মা, বাবা, বোনকে নিয়ে বাইরে খেতে গিয়েছি। ভাত থেকে শুরু করে সবই খেয়েছি। আমি কাজের প্রয়োজন ছাড়া ডায়েট সত্যিই করি না।’’

বোনের সঙ্গে কেমন কাটত ছোটবেলার নববর্ষ? বিক্রম বলেন, ‘‘ছুটি পেলে যেমন আমরা একসঙ্গে সারা দিন খেলা করতাম, খুনসুটি করতাম, এই দিনগুলিও তেমন কাটত। বাবা-মা ঘুরতে নিয়ে যেত আমাদের দু’জনকে। বাইরে কোথাও খেতাম। আসলে তখন এত ব্যস্ততা, জটিলতা ছিল না। উৎসবের স্বাদটাই আলাদা ছিল। সময়ের সঙ্গে সঙ্গে উদ্‌যাপনের ধারাও বদলে যায়।’’

নানা ধরনের পোশাক পরতে ভালবাসেন অভিনেতা। পয়লা বৈশাখে কী নতুন পোশাক কিনেছেন তিনি? বিক্রম বলেন, ‘‘সারা বছর আসলে টুকটাক জামাকাপড় কিনতেই হয়। ফলে আলাদা করে পয়লা বৈশাখ উপলক্ষে কোনও পোশাক কিনি না কখনও। তা ছাড়া এ বার শুটিংয়ের কারণে ব্যস্ততা ছিলই। চরিত্রের কস্টিউম পরে নববর্ষ কাটবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন