Brazil

Coca Cola: কোকা কোলায় সাঁতার কাটতে চান? ঘুরে আসুন ব্রাজিল থেকে

সেই জলাধারের আসল নাম হল আরারাকোয়ারা। লেকের জলে প্রচুর পরিমাণ আয়রন আর আয়োডিন আছে। সেই থেকেই জলে এসেছে লালচে রং।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ১৭:৩৭
Share:

সেই লেকে জলের রং এমন‌ই।

হতেই পারে। শুধু বিমানের টিকিট কেটে উড়ে যেতে হবে ব্রাজিল। সে দেশে এমন একটি লেক বছর বছর টানছে পর্যটকদের। সেখানকার জলের রং একেবারে মিলে যায় জনপ্রিয় সেই বোতলবন্দি পানীয়ের রঙের সঙ্গে। সে কারণেই এমন নামে বেড়েছে পরিচিতি। তবে সেই লেকের জলে রয়েছে নানা গুণে সমৃদ্ধ মাটি ও মিনারেল। সেই জন্যই জলের রং এমন বলে জানানো হয় ব্রাজিল সরকারের তরফে। সাঁতার কাটার পাশাপাশি নৌকা বিহারের জন্যও বেশ আরামদায়ক সেই জলাধার। স্থানীয়েরা বলেন, সেই জলে স্নান করলে অনেক রোগ-ব্যাধি কমে যায়। জলের নাকি এমনই গুণ!

Advertisement

ব্রাজিলের কোকা কোলা লেক।

সেই জলাধারের আসল নাম হল আরারাকোয়ারা। মাতা দা এস্ত্রেলা এলাকায় অবস্থিত এই লেকের জলে প্রচুর পরিমাণ আয়রন আর আয়োডিন আছে। সেই থেকেই জলে এসেছে লালচে রং। এই জায়গায় পৌঁছনোর জন্য প্রায় পাঁচ কিলোমিটার পথ হেঁটেই যেতে হয়। তবে তা আরওই আকর্ষণ বাড়িয়েছে এই জলাধারের। বড়রা যেমন এই জলের ওষধি গুণের জন্য সেখানে যেতে পছন্দ করেন, ছোটরা এর নামেই মুগ্ধ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন