শ্বাসকষ্টের সমস্যা থেকেই শিশুমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • জঙ্গিপুর
দু’দিনে ১৩ জন সদ্যোজাতের মৃত্যুর পর শনিবার দু’দফায় জঙ্গিপুর মহকুমা হাসপাতাল পরিদর্শনে গেলেন জেলা স্বাস্থ্য দফতর ও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের শিশু বিশেষজ্ঞ চিকিৎসকেরা। মৃত শিশুদের চিকিৎসার কাগজপত্র পরীক্ষা করার পরে অবশ্য দু’পক্ষই জানিয়েছে, শ্বাসকষ্টজনিত কারণে এই মৃত্যু। এর পিছনে কোনও অস্বাভাবিকতা দেখছে না তারা। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের এসএনসিইউ-র ইন চার্জ ভোলানাথ আইচ বলেন, “জন্মের পর থেকেই ওই শিশুদের অবস্থা ছিল আশঙ্কাজনক। অক্সিজেন নিতে সমস্যা হচ্ছিল।” মুর্শিদাবাদের ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাপস রায় বলেন, “এসএনসিইউতে গুরুতর অসুস্থ শিশুদের ভর্তি করা হয়। সে ক্ষেত্রে শিশুমৃত্যুর এই হার অস্বাভাবিক নয়।” শনিবার কোনও শিশুর মৃত্যু হয়নি।
বধূ নির্যাতনের অভিযোগে ধৃত
অবৈধভাবে গর্ভপাত ও বধূ নির্যাতনের অভিযোগে এক হাতুড়েকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার রাতে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর এলাকায় বাড়ি থেকে ওই হাতুড়েকে পুলিশ ধরে। পুলিশ জানিয়েছে, গত ৮ মে গঙ্গারামপুর থানা এলাকার বাসিন্দা এক গৃহবধূ পুলিশের কাছে অভিযোগ করেন, তার ইচ্ছার বিরুদ্ধে স্বামী ও দেওর বুনিয়াদপুর এলাকার ওই হাতুড়ের ওষুধের দোকানে নিয়ে গিয়ে জোর করে গর্ভপাত করায়। এরপর গঙ্গারামপুর থানার পুলিশ তদন্তে নেমে বধূর স্বামী ও দেওরকে গ্রেফতার করে।