Lifestyle News

গবেষকরা বলছেন জীবনে প্রেম আসে দু’বার, তবে…

জীবনে কত বার প্রেমে পড়ি আমরা? এক বার? তিন বার? নাকি প্রতি মাসে এক বার? গবেষকরা জানাচ্ছেন, মূলত জীবনে দু’বার প্রেমে পড়ি আমরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৬ ১৪:৪৭
Share:

জীবনে কত বার প্রেমে পড়ি আমরা? এক বার? তিন বার? নাকি প্রতি মাসে এক বার? গবেষকরা জানাচ্ছেন, মূলত জীবনে দু’বার প্রেমে পড়ি আমরা।

Advertisement

এই বিষয়ে দু’হাজার জনের উপর গবেষণা চালিয়েছিল সিমেন্স ফেস্টিভ্যাল লাইটস। অংশগ্রহণকারীদের প্রতি সাত জনের এক জন জানিয়েছেন, তাঁরা যাঁর সঙ্গে ডেট করেছেন তাঁকে প্রেম মনে করেন না। ৭৩ শতাংশ অংশগ্রহণকারী জানান, প্রথম প্রেম ভেঙে যাওয়ার পর তাঁরা দ্বিতীয় প্রেমের পরিণতিতে বিয়ে করে ঘর বেঁধেছেন। ১৭ শতাংশ অংশগ্রহণকারী জানিয়েছেন, বিয়ের পর তাঁরা প্রেমে পড়েছেন অন্য কারও।

এর আগে নর্থ অপেরা গবেষণার একটি রিপোর্টে উঠে এসেছিল, জীবনে প্রেম আসে চার বার। আধুনিক সম্পর্কের আয়ু স্বল্প হওয়ার কারণে চার বার প্রেমে পড়ার ঘটনা ঘটতেই পারে। আবার অন্য দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের হ্যামিল্টন কলেজের গবেষকেরা জানাচ্ছেন, সাধারণত চতুর্থ বারের সাক্ষাতে প্রেমে পড়ি আমরা। অর্থাত্, ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট নয়,’ বাস্তবে ঘটে থাকে ‘লাভ অ্যাট ফোর্থ সাইট।’

Advertisement

আরও পড়ুন: ওজন বশে রাখতে রোজ ঘুমনোর আগে চাই দু’গ্লাস ওয়াইন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement