chatgpt new version

চ্যাটজিপিটির সঙ্গে করা যাবে ‘দুষ্টু আলাপ’! নতুন ফিচার আনতে চলেছে ওপেনএআই

ব্যবহারকারীরা চাইলে চ্যাটজিপিটির সঙ্গে ‘ইরোটিকা চ্যাট’ অর্থাৎ যৌন বিষয়ক আলোচনা করতে পারবেন। কেবল প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের জন্যই এই বিশেষ ফিচারটি চালু করা হবে শীঘ্রই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ২০:৩৭
Share:

‘বড়দের আলোচনা’ এ বার চ্যাটজিপিটিতে। ছবি: সংগৃহীত।

এ বার চ্যাটজিপিটির সঙ্গে করা যাবে ‘দুষ্টু আলোচনা’। চ্যাটজিপিটির প্রধান সংস্থা ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান সম্প্রতি জানিয়েছেন, ব্যবহারকারীরা চাইলে চ্যাটজিপিটির সঙ্গে ‘ইরোটিকা চ্যাট’ অর্থাৎ যৌন বিষয়ক আলোচনা করতে পারবেন। কেবল প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের জন্যই এই বিশেষ ফিচারটি চালু করা হবে। স্যাম বলেন, ‘‘চ্যাটজিপিটির নতুন সংস্করণটিকে আরও বেশি মানবসদৃশ করে তুলতেই সংস্থা এই সিদ্ধান্ত নিয়েছে, তবে ব্যবহারকারীদের উপর কোনও কিছুই জোর করে চাপিয়ে দেওয়া হবে না। ব্যবহারকারীরা চাইলে তবেই তাঁরা এই সুবিধা পাবেন।’’

Advertisement

আগামী ডিসেম্বর মাস থেকেই চ্যাটজিপিটিতে এই নতুন আসতে পারে এই ফিচার। স্যাম বলেন, ‘‘আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আমরা চ্যাটজিপিটির এমন একটি সংস্করণ আনতে চলেছি, যার আচরণ অনেক বেশি মানুষের মতো হবে। চ্যাটে অনেক বেশি ইমোজির ব্যবহার করবে সে। চ্যাটজিপিটির সঙ্গে কথা বলে মনে হবে, আপনি যেন পরম বন্ধুর সঙ্গে কথা বলছেন। তবে সবটাই নির্ভর করবে ব্যবহারকারীর ইচ্ছের উপর। এই চ্যাট করার জন্য ব্যবহারকারীদের প্রাপ্তবয়স্ক হওয়ার প্রমাণ দিতে হবে।’’

উল্লেখ্য, ইতিমধ্যেই অপ্রাপ্তবয়স্কদের চ্যাটজিপিটি ব্যবহার করা নিয়ে বেশ কিছু ফিচার বাজারে এনেছে ওপেনএআই। এখন কোনও অপ্রাপ্তবয়স্ক চাইলে তার অ্যাকাউন্টটি বাবা-মায়ের সঙ্গে লিঙ্ক করতে পারবে। সন্তানের মধ্যে কোনও রকম উদ্বেগ, সমস্যা, টানাপড়েন কাজ করলে সেই সংক্রান্ত নোটিফিকেশন চলে যাবে বাবা-মায়ের কাছে। এমনকি, বাবা-মায়েরা চাইলে একটি নির্দিষ্ট সময়ের জন্য সন্তানের চ্যাটজিপিটির অ্যাকাউন্ট বন্ধও রাখতে পারবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement