Coronavirus In India

তালু নয়, হাঁচি-কাশির সময় মুখ ঢাকুন বাহু দিয়ে

কিন্তু কেন হাতের তালুর পরিবর্তে বাহু দিয়ে নাক, মুখ ঢাকতে বলা হচ্ছে?

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৭ মার্চ ২০২০ ২১:১২
Share:
Advertisement

‘কোভিড-১৯’ ভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচতে হাঁচি, কাশির সময় তালু নয়, বাহু (‘আর্ম’) দিয়েই নাক, মুখ ঢাকা উচিত। ‘হু’ জানিয়েছে, করোনার সংক্রমণ এড়ানোর জন্য এটাই অন্যতম সহজ আর বাস্তবসম্মত উপায়। কিন্তু কেন হাতের তালুর পরিবর্তে বাহু দিয়ে নাক, মুখ ঢাকতে বলা হচ্ছে?

সাধারণত হাঁচি-কাশির সময়ে আমরা হাতের তালুকেই ব্যবহার করি থাকি। ফলে হাঁচির সময় মুখ থেকে বেরিয়ে আসে বিন্দু আকারে জলজাতীয় কফ। ওতেই থাকে লক্ষ কোটি জীবাণু। ফলে, সেই ড্রপলেটসে যদি কোভিড-১৯-এর ভাইরাস থাকে, তা হলে তা সহজেই বাতাসে মিশতে পারে। এর পরিবর্তে যদি বাহুর ব্যবহার হয়, তবে সেই ভয়টা থাকে না। ফলে, হাত নয় বাহু দিয়ে নাক, মুখ ঢাকলে কোভিড-১৯-এর মতো ভাইরাস বাতাসে মেশার তেমন সুযোগ পায় না। তাই এ ক্ষেত্রে বাহুর ব্যবহার করাটাই সবচেয়ে ভাল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement