Coronavirus

ভারতের বাজারে নতুন মাস্ক আনল চিনা সংস্থা শাওমি

তাদের আনা ‘এমআই কেএন৯৫’ মাস্ক পাওয়া যাবে দেশের বিভিন্ন এমআই স্টোরে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২০ ১৪:২৫
Share:

কেএন-৯৫ মাস্কে থাকবে চারটি স্তর। ছবি শাওমির সৌজন্যে।

করোনা আবহে ভারতের বাজারে নতুন মাস্ক আনল চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা শাওমি। তাদের আনা ‘এমআই কেএন৯৫’ মাস্ক পাওয়া যাবে দেশের বিভিন্ন এমআই স্টোরে। এমআই-এর ওয়েবসাইটেও অর্ডার দেওয়া যাবে এই মাস্ক।

Advertisement

এমআই-এর কেএন-৯৫ মাস্কে থাকবে চারটি স্তর। এর একেবারে ভিতরের ও বাইরের স্তরটি তৈরি করা হয়েছে হয়েছে বোনা যায় না এমন এক বিশেষ উপাদান দিয়ে। ধুলিকণা আটকাতে ও শ্বাস নেওয়ার সুবিধার বিষয়টি মাথায় রেখে এ ভাবে তৈরি করা হয়েছে মাস্কটি। এর ব্যাক্টেরিয়া ফিল্টার দক্ষতা (বিএফই) ৯৫ শতাংশেও বেশি। পাশাপাশি এমআই-এর এই মাস্ক অনেক নরম। ওজনেও হাল্কা। তাই অনেকক্ষণ পরে থাকলেও অসুবিধা হবে না বলে দাবি ওই চিনা সংস্থার।

ভারতের বাজারে ২টি এবং ৫টি মাস্কের প্যাক হিসাবে আসছে এটি। ২টি মাস্কের দাম পড়বে ২৫০ টাকা। ৫টি মাস্কের দাম রাখা হয়েছে ৬০০ টাকা। এর আগে জানুয়ারিতে এয়ারপপ মাস্ক ভারতের বাজারে এনেছিল শাওমি।

Advertisement

আরও পড়ুন: হাত ধোয়ার পাঠ ভুললে আরও একটি কোভিড ১৯

আরও পড়ুন: টাকা, মোবাইল স্ক্রিনে ২৮ দিন বেঁচে থাকতে পারে করোনাভাইরাস?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন