Deepika

Deepika Padukone: অবিকল যেন ‘পদ্মাবতী’! দীপিকা পাড়ুকোনের মতো দেখতে এই বাঙালি কন্যা আসলে কে

এক ঝলক দেখে যে কেউ দীপিকা বলে ভুল করতে পারেন। না, রূপটানের আড়ালে দীপিকা নন। তা হলে কে তিনি?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২২ ১৪:০৩
Share:

এক ঝলক দেখে দীপিকা পাড়ুকোন ভেবে ভুল করা অস্বাভাবিক নয়। ছবি: সংগৃহীত

মুখের আদল একই রকম। দু’জনের চোখের ভাষাও খানিকটা মেলে। ওষ্ঠ, থুতনি, হাসি— এক ঝলক দেখে দীপিকা পাড়ুকোন ভেবে ভুল করা অস্বাভাবিক নয়। তবে বেশ কিছু ক্ষণ সময় নিয়ে ভাল করে দেখলে ধরা পড়বে সত্য। দীপিকা নন, তবে অভিনেত্রীর সঙ্গে অনেকটাই মিল আছে তাঁর।

Advertisement
আরও পড়ুন:

ঋজুতা ঘোষ দেব। বাঙালি। কলকাতার বাসিন্দা। পেশায় ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর। ইনস্টাগ্রামে অনুরাগীর সংখ্যা প্রায় ৫০ হাজার। নেটমাধ্যমে বেশ জনপ্রিয়ও। সম্প্রতি দীপিকার ভক্তরা রিজুতাকে নতুন করে আবিষ্কার করেছেন। বাহ্যিক সাদৃশ্য খুঁজে পেয়েছেন প্রিয় নায়িকার সঙ্গে। ঋজুতা এবং দীপিকার পাশাপাশি বসানো ছবি ইতিমধ্যে অনেকেই নিজেদের ফেসবুক ও ইনস্টাগ্রামের পাতায় ভাগ করে নিয়েছেন। অবিকল না হলেও দীপিকার সঙ্গে যেন এক অদ্ভুত মিল। দু’জনেরই টানা টানা চোখ। তা হলে কি দীপিকার বিকল্প কাউকে পেতে চলেছে বলিউড? দীপিকা নিজেই নিজের বিকল্প— এমন মন্তব্যে অবশ্য সে জল্পনায় জল ঢেলেছেন নায়িকার ভক্তরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement