Home Decoration Tips

দোলনা দোসর হতে পারে অবসর যাপনের, অন্দরের সজ্জায় বেছে নেবেন কোনটি?

ঘুমপাড়ানি গান গেয়ে বাড়ির তৈরি দোলনায় শিশুদের দুলিয়ে ঘুম পাড়ানোর চল এখন অতীত। তবে ভোল বদলে সেই দোলনাই অন্দরসজ্জার অঙ্গ হয়ে উঠেছে। কোন দোলনা কোথায় সাজাবেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ১১:১১
Share:

অভিনেত্রী দীপিকা পাড়ুুকোন হ্যামকে। ছবি: সংগৃহীত।

দোলনা বললেই মনোজগতে ভিড় করে হাজার স্মৃতি, একরাশ আবেগ। কখনও মায়ের শক্তপোক্ত কাপড় দেওয়ালে বেঁধে দোলনা বানিয়ে দোল খাওয়া, কখনও আবার দোল খেতে পার্কে লাইন দেওয়া। কিংবা সেই ঘুমপাড়ানি গান—‘দোল দোল দুলুনি’।

Advertisement

দোলনা মানেই শুধু শৈশব নয়। বরং কোথাও সুযোগ-সুবিধা দেখলে বড়রাও বসে পড়েন সেই দোলায়। আর তখনই কি মনে হয়, বাড়ির বারান্দায় যদি একটা হ্যামক থাকত, কিংবা ছাদে বেশ চওড়া একটা দোলনা যেখানে অবসরে কফির কাপ আর গল্পের বই নিয়ে বসা যেত! ভাবা যেত আকাশপাতাল। ছোট থেকে বড়— সকলেরই অবসরের দোসর যেমন দোলনা হতে পারে, তেমনই বাড়ির সৌন্দর্যও বদলে দিতে পারে তা। ছাদ হোক বা এক চিলতে বাগান, কোন জায়গায় কী ভাবে দোলনা লাগাবেন?

হ্যামক

Advertisement

হ্যামকও বেশ আরামদায়ক। ছবি:সংগৃহীত।

বহু সিনেমাতেই হ্যামকে শুয়ে বিশ্রাম নিতে দেখা গিয়েছে নায়ক-নায়িকাকে। ছোটদের পাশাপাশি বড়দের কাছেও এটি কম আকর্ষণের নয়। যদি এক চিলতে বাগান থাকে আর সেখানে বড় গাছ থাকে, তা হলে অবশ্যই সেখানে হ্যামক লাগাতে পারেন। এ ছাড়া, বড় বড় বারান্দা, ঘর লাগোয়া ছাদ থাকলেও, ব্যবস্থা করে হ্যামক টাঙিয়ে নিতে পারেন। সুবিধা হল হ্যামক যখন ইচ্ছা খুলে নেওয়া যায়, আবার দড়ি দিয়ে বেঁধেও দেওয়া যায়।

কাঠের আসনের দোলনা

খোলা বারান্দায় এই ধরনের দোলনা রাখতে পারেন। ছবি:সংগৃহীত।

বড় খোলামেলা বাড়ির জায়গায় এখন জায়গা করে নিচ্ছে দু’-তিন কামরার ফ্ল্যাট। তবু যদি একটা চওড়া বারান্দা থাকে বা নিজেদের ছাদ হয়, তা হলে এমন দোলনা ব্যবহার করতেই পারেন। দোলনাটি সাধারণত কাঠের হয় এবং বেশ বড়। পা ছড়িয়ে এতে বসাও যায়। দোলনাটি ঝোলানো হয় শক্তপোক্ত দড়ি বা চেন দিয়ে। এক কাপ চা বা কফি দিয়ে পড়ন্ত বিকেল কিংবা মনোরম সন্ধ্যা উপভোগ করার জন্য এই দোলনা আদর্শ।

স্ট্যান্ড দোলনা

এই ধরনের দোলনা রাখা যায় বাড়ির অনেক জায়গাতেই। ছবি: সংগৃহীত।

স্বল্প পরিসরে দোলনার শখ মেটানো এবং অন্দরসজ্জায় আধুনিকতার ছোঁয়া আনতে স্ট্যান্ড দোলনা সবচেয়ে ভাল। বড় বৈঠকখানার এক কোণে তার ঠাঁই হতে পারে। খোলা বারান্দাও হতে পারে এমন দোলনার উপযুক্ত স্থান। ইদানীং বহু বাড়িতে বা ফ্ল্যাটে বসার ঘর এবং খাবার জায়গা একসঙ্গে জুড়ে দেওয়া হয়। এ রকম প্রশস্ত জায়গাতেও দোলনাটি রাখা যায়।

ছাউনি দেওয়া দোলনা

মাথায় ছাউনি দেওয়া দোলনাও সাজাতে পারেন ছাদ বাগানে। ছবি :সংগৃহীত।

বাড়তি বাগান থাকলে বা ঘর সংলগ্ন একটুরো ছাদ থাকলে সেখানে মানানসই হবে এমন দোলনা। অনেকের ছাদ বাগানের শখ থাকে। সেই জায়গার জন্য উপযুক্ত এই দোলনা। দোলনার মাথায় ছাউনি থাকে, ফলে স্বল্প বৃষ্টি বা হালকা রোদেও এতে বসা যায়। বেশ বড়সড় এবং শক্তপোক্ত এই দোলনা দু’জন, তিন জন বসে আড্ডা দেওয়ার জন্যও দারুণ।

বেতের দোলনা

বেতের দোলনাও ঘরের ভোল বদলে দেয়। ছবি:সংগৃহীত।

বারান্দা হোক বা বড় ঘর— যে কোনও জায়গায় বেতের দোলনা লাগানো যায়। এর সুবিধা হল অত্যন্ত হালকা, দামও খুব বেশি নয়। চট করে টাঙিয়ে দেওয়া যায়, প্রয়োজনে খুলে ফেলা যায়।

দোলনা কেনার আগে কোন বিষয় মাথায় রাখবেন?

· দোলনা কতটা ভার বহনে সক্ষম দেখে নেওয়া জরুরি। এক একটি হ্যামকের ভার বহন ক্ষমতা এক এক রকম। খুদের পাশাপাশি বড়রাও সেটি ব্যবহার করতে চাইলে শক্তপোক্ত জিনিস কেনা ভাল।

· কোথায় দোলনাটি রাখবেন তা বুঝে জিনিস কিনতে হবে। ছাদে বা খোলা বারান্দায় রাখলে জল, হাওয়া, রোদ বেশি লাগবে। জল পড়লে কাঠের দোলনা নষ্ট হয়ে যেতে পারে। আবার বারান্দা ঘেরা হলে সেই দোলনায় হবে উপযুক্ত।

· দোলনা সাধারণত ছাদে লাগানো হুক থেকে দড়ি বা চেন দিয়ে ঝোলানো হয়। সেই হুক কতটা মজবুত, কতটা ভার বহনে সক্ষম দোলনা লাগানোর আগে সেগুলি দেখে নেওয়া জরুরি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement