Lifestyle News

চোখের তলায় কালি? জেনে নিন সবচেয়ে সহজ উপায়

চোখের তলায় কালি পড়েছে? কেন বলুন তো আপনার চোখ দেখতে এমন ক্লান্ত লাগে? চোখের তলায় আই ব্যাগ হয়ে বয়সের ছাপ পড়ছে চেহারায়? বিভিন্ন কারণে হতে পারে এই সমস্যাগুলো।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৬ ০৯:৩৩
Share:

চোখের তলায় কালি পড়েছে? কেন বলুন তো আপনার চোখ দেখতে এমন ক্লান্ত লাগে? চোখের তলায় আই ব্যাগ হয়ে বয়সের ছাপ পড়ছে চেহারায়? বিভিন্ন কারণে হতে পারে এই সমস্যাগুলো।

Advertisement

রাতে ভাল ঘুম না হওয়া, কোনও অ্যালার্জি, বংশগত কারণে এই সমস্যাগুলো হতে পারে। কখনও শরীরে সোডিয়ামের আধিক্য হলেও চোখের কোলে ফোলা ভাব আসতে পারে। স্ট্রেস বা নেগেটিভ ইমোশনের প্রভাবেও চোখের তলায় কালি পড়তে পারে।

এই সমস্যার অনেক সমাধান দেন বিউটিশিয়ানরা। তবে সেই সবগুলোই সময় সাপেক্ষ। অনেক দিন ব্যবহারে তবেই সুফল বোঝা যায়। অথচ রান্নাঘরেই রয়েছে এক সহজ সমাধান। যা ব্যবহার করলে কয়েক দিনেই হারিয়ে যাবে চোখের তলার কালি।

Advertisement

এক চামচ বেকিং সোডা জলে গুলে পেস্ট তৈরি করে নিন। চামচের সাহায্যে এই পেস্ট চোখের তলায় লাগান। চোখের নীচে আধ ইঞ্চি জায়গা ছেড়ে এই পেস্ট লাগাবেন। ১০ মিনিট শুকোতে দিন। পাতলা কাপড় হালকা গরম জলে ভিজিয়ে আলতো করে মুছে নিন। চোখের ভিতরের কোল থেকে বাইরের দিকে মুছবেন।

অনেক সময় শীতকালে ত্বক শুষ্ক হয়ে গিয়েই চোখের কোল নির্জীব লাগতে পারে দেখতে। তাই যখনই ত্বকে টান ধরবে ময়শ্চারাইজার বা নারকেল তেল লাগান।

আরও পড়ুন: সুস্থ থাকতে খাবারের সঙ্গেই ডায়েটে রাখুন এই ৩ সাপ্লিমেন্ট

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement