Office Bag Essentials

৩ জিনিস: অফিসের ব্যাগে না রাখলে সমস্যায় পড়তে হতে পারে

অফিস ব্যাগ গোছানোর আগে কয়েকটি জিনিস মনে করে ব্যাগে না ভরলে, পরে মুশকিল হতে পারে। কোনগুলি অফিস ব্যাগে রাখবেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৪ ১৩:৫১
Share:

অফিসের ব্যাগে থাক প্রয়োজনীয় জিনিস। ছবি: সংগৃহীত।

স্কুলের ব্যাগটা বড্ড ভারী হয়। বই-খাতা, জলের বোতল, পেন-পেন্সিলের বাক্স, টিফিন কৌটো— ব্যাগভর্তি জিনিস থাকে। কর্মজীবনে প্রবেশ করার পর স্কুলের ব্যাগের বদলে কাঁধে তুলে নিতে হয় অফিসের ব্যাগ। সেই ব্যাগেও ভরা থাকে ঊনকোটি জিনিস। কারও ব্যাগে তো আবার গোটা সংসার থাকে। তবে এত কিছুর মাঝে অনেক সময় প্রয়োজনীয় জিনিস নিতেই মনে থাকে না। অফিস গিয়ে তখন অথৈ জলে পড়তে হয়। তাই অফিস ব্যাগ গোছানোর আগে কয়েকটি জিনিস মনে করে ব্যাগে না ভরলে, পরে মুশকিল হতে পারে।

Advertisement

চার্জার

অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। অফিসে ল্যাপটপে কাজ করলেও কারণে-অকারণে ফোন ঘাঁটতেই হয়। চার্জ বিনা ফোন হল জল ছা়ড়া মাছের মতো। তাই চার্জ না থাকলে ফোন অচল। আবার ফোন ছাড়া এক পা চলা দায়। তাই সারা দিনের জন্য যখন বেরোচ্ছেন, ব্যাগে চার্জারটি নিতে ভুলবেন না।

Advertisement

জীবাণুনাশক স্প্রে

দিনের বেশির ভাগ সময় কাটে অফিসে। অফিসের শৌচালয় ব্যবহার করা ছাড়া উপায় নেই। তবে সংক্রমণের ঝুঁকি এড়াতে জীবাণুনাশক স্প্রে করা ব্যবহার করতে পারেন। শৌচালয় ব্যবহার করার আগে এই স্প্রে ছড়িয়ে নিলে ভাল। নারী এবং পুরুষ উভয়েরই এই নিয়ম মানা উচিত। অফিসের ব্যাগে জীবাণুনাশক স্প্রে রাখতে ভুলবেন না।

হালকা খাবার

টিফিন আনলেও ব্যাগে হালকা কিছু খাবার রাখা জরুরি। কাজের ফাঁকে মাঝেমাঝে মুখ চালাতে কাজে লাগবে। ড্রাই ফ্রুটস, মাখানা, চিনি ছাড়া বিস্কুট সঙ্গে রাখতে পারেন। তা হলে হঠাৎ খিদে পেলে এই খাবারগুলি খেতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement