Lifestyle News

এ বার গ্রুপ ভিডিও চ্যাট করুন ফেসবুক ম্যাসেঞ্জারে

ভিডিও কল ফিচার আগেই ছিল। ফেসবুকের কাছে বার বার অনুরোধ আসছিল গ্রুপ ভিডিও কল ফিচারের জন্য। এ বার সেই অনুরোধ রেখেই ম্যাসেঞ্জারে গ্রুপ ভিডিও কল ফিচার নিয়ে এল ফেসবুক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৬ ১৮:২৯
Share:

ভিডিও কল ফিচার আগেই ছিল। ফেসবুকের কাছে বার বার অনুরোধ আসছিল গ্রুপ ভিডিও কল ফিচারের জন্য। এ বার সেই অনুরোধ রেখেই ম্যাসেঞ্জারে গ্রুপ ভিডিও কল ফিচার নিয়ে এল ফেসবুক। অ্যান্ড্রয়েড, আইওএস প্ল্যাটফর্মে ফেসবুক ম্যাসেঞ্জার অ্যাপের পাশাপাশি ডেস্কটপ ভার্সনেও এই ফিচার নিয়ে আসছে ফেসবুক।

Advertisement

সোমবার ফেসবুকের এক ব্লগ পোস্টে বলা হয়, প্রতি মাসে সাড়ে ২৪ হাজার মানুষ ফেসবুক ম্যাসেঞ্জারে ভিডিও কল করেন। গ্রুপ ভিডিও চ্যাটের সাহায্যে এক সঙ্গে ৬ জন থেকে ৫০ জন পর্যন্ত কথা বলতে পারবেন।

কী ভাবে কাজ করবে এই গ্রুপ ভিডিও চ্যাট

Advertisement

ফেসবুক ম্যাসেঞ্জারের লেটেস্ট ভার্সন আপডেট করুন।

আগের গ্রুপ কনভারসেশন চালু করতে পারেন বা নতুন ক্রিয়েট করতে পারেন।

স্ক্রিনের ডান পাশে উপরের দিকে ভিডিও চ্যাট এন্টার করলে ওই গ্রুপের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছবে। নোটিফিকেশন ট্যাপ করলেই ওই গ্রুপের সদস্যরা ভিডিও চ্যাটে অংশ নিতে পারবেন।

যদি গ্রুপের সব সদস্যকে ভিডিও চ্যাটে না চান তাহলে কয়েকজনকে আলাদা করে কলও করে নিতে পারবেন।

আরও পড়ুন: গাড়ি চালানোর সময় ব্লু-টুথ ডিভাইসে কথা বলেন? খুব সাবধান!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন