এ বার আপনার বন্ধুর ঘুমের অভ্যাস জানাবে ফেসবুক মেসেঞ্জার

এ বার বন্ধুর ঘুমের অভ্যাস জানতে সাহায্য করবে ফেসবুক। মেসেঞ্জার সার্ভিসের নতুন টাইম স্ট্যাম্পসের সাহায্যে বন্ধুদের ঘুমের অভ্যাস জানিয়ে দেবে ফেসবুক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ মার্চ ২০১৬ ১০:২৭
Share:

এ বার বন্ধুর ঘুমের অভ্যাস জানতে সাহায্য করবে ফেসবুক। মেসেঞ্জার সার্ভিসের নতুন টাইম স্ট্যাম্পসের সাহায্যে বন্ধুদের ঘুমের অভ্যাস জানিয়ে দেবে ফেসবুক। মেল অনলাইন রিপোর্টে সান ফ্রান্সিসকোর সফটওয়্যার ইঞ্জিনিয়র সোরেন লভ-জনসেন জানান, অনেকেই এমন রয়েছেন যাঁরা সকালে উঠেই প্রথমে ফেসবুকে লগ ইন করেন, আবার রাতে ঘুমের আগেও ফেসবুকে চোখ বুলিয়ে ঘুমোতে যান। ইউজার দিয়ে লাস্ট সিন ডেটা নিয়ে গবেষণা শুরু করেন জনসেন। টাইম স্ট্যাম্পসে বন্ধুদের ইউজার আইডি ও লাস্ট অ্যাকটিভিটি দিয়ে বন্ধুদের ঘুমের অভ্যাস চেক করেন তিনি। প্রতি ১০ মিনিটে নিজে থেকে আপ়ডেট হয়ে যায় টাইম স্ট্যাম্পস। যার সাহায্যে বন্ধুদের ফেসবুক ব্যবহারের পরিষ্কার ছবি পেয়ে যান জনসেন। ডেভেলপার ও হ্যাকারদের তথ্য বিনিময় মাধ্যম গিটহাবে নিজের প্রোগ্রাম সোর্স কোড প্রকাশ করেছেন জনসেন।

Advertisement

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement