amla

আমলকির এ সব গুণের কথা আগে জানতেন?

আমলকির রস বা শুকনো আমলকি, রূপভেদে ব্যবহারও বদলে বদলে যায়। জানেন কি আমলার বিশেষ সেই গুণগুলির কথা?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৮ ১৮:২৪
Share:

আমলকির গুণে ত্বক ও চুলে আনুন নয়া জেল্লা। ছবি: শাটারস্টক।

হালকা সবুজ রঙের ফল, নুন-মরিচ মিশিয়ে খেলে স্বাদও অপূর্ব। চিকিৎসকদের পছন্দ থেকে ঘরোয়া টোটকা—সবেতেই এই ফলের অবাধ যাতায়াত। আমলকি। গ্রাম হোক বা শহর, যার কদর কমে না এতটুকু।

Advertisement

চুলের স্বাস্থ্য হোক বা ত্বকের যত্ন— আমলা বা আমলকিই হয়ে ওঠে অন্যতম হাতিয়ার। আমলকির রস বা শুকনো আমলকি, রূপভেদে ব্যবহারও বদলে বদলে যায়।

এর ভেষজ গুণের কথা মাথায় রেখেই বিভিন্ন প্রসাধন প্রস্তুতকারী সংস্থা তাদের বিজ্ঞাপনে আমলকির উপস্থিতির কথা প্রচার করেন। জানেন কি আমলার বিশেষ সেই গুণগুলির কথা, যার জেরে এই ফল সব সময়ই প্রসাধনের কাজে আসে?

Advertisement

আরও পড়ুন: অফিস থেকে বেরোতে প্রায়ই দেরি হয়? এ সব মানলে আর হবে না

খুব ব্রণর সমস্যায় ভুগলে তার অন্যতম সেরা সমাধান আমলকি। আমলার রস ব্রণ হওয়া অংশে ভাল করে লাগিয়ে রাখুন। কিছু ক্ষণ শুকোতে দিন। তার পর ধুয়ে ফেলুন। দু’-তিন দিনের মধ্যে ব্রণ তো কমবেই, কমে যাবে ব্রণ হওয়ার প্রবণতাও। আমলার রস ব্যবহার করুন স্ক্রাবার হিসাবেও। অল্প কিছুটা জলে কিছুটা আমলা পাউডার গুলে তা দিয়েও স্ক্রাব করতে পারেন ত্বক। এতে মৃতকোষ সহজে ঝরে যায়, ত্বকে ঔজ্জ্বল্য আসে। মাথায় খুসকির সমস্যায় কোনও রকম কেমিক্যাল শ্যাম্পু ব্যবহার না করে আমলার রস লাগান। কিছু ক্ষণ লাগিয়ে ধুয়ে ফেলুন। কয়েক দিন এমনটা করলেই খুসকি সারবে সহজে।

আরও পড়ুন: পুজোয় প্রচুর জাঙ্ক ফুড খেয়েছেন? মেদ সরাতে পাতে নিন এই খাবার

ঘন ঘন চুল পড়ে যাচ্ছে? চিন্তা নেই। আমলা পিষে তার রস রেখে দিন ফ্রিজে। স্নানের জলে রোজই মিশিয়ে নিন সেই ঠান্ডা আমলার রস। সহজেই চুল পড়ার সমস্যা মিটবে। শুকনো আমলকি নুন মাখিয়ে রেখে দিন কোনও মুখবন্ধ টিফিন কৌটোয়। খাওয়ার পর এক-দু’কুচি মুখে রাখলেই বদহজম, অম্বলের সমস্যা উধাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন