jealousy

আপনাকে কি কেউ গোপনে হিংসা করে? বুঝে নিন এই ভাবে

জানেন কি, চারপাশে মুখোশধারী এমন অনেকেই আছেন, যাঁরা প্রকাশ্যে আপনার প্রশংসা করলেও আড়ালে হিংসা করেন।চিনে নিন তাঁদের।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৮ ১২:০৫
Share:
০১ ০৭

সাফল্যে কে না আনন্দিত হয়? মানুষ সে আনন্দ ভাগ করে নিতে চায় নিজের শুভাকাঙ্ক্ষীদের সঙ্গেই। কিন্তু জানেন কি, আপনার চারপাশে থাকা মুখোশধারী এমন অনেকেই আছেন, যাঁরা প্রকাশ্যে আপনার প্রশংসা করলেও আড়ালে হিংসা করেন। জীবনে ভাল থাকতে হলে তাঁদের এড়িয়ে চলা ছাড়া উপায় নেই। কিন্তু কী ভাবে চিনবেন তাঁদের? জেনে নিন উপায়। ছবি: শাটারস্টক।

০২ ০৭

কেউ কি অনুকরণ করেন খুব? তা হলে সাবধান। মনস্বত্ত্ব বলছে, অনুকরণকারীদের মনে লুকিয়ে থাকে গোপন হিংসার বীজ। আপনার কোনও বিষয় কারও প্রশংসনীয় মনে হলে, তিনি আপনার পথ অনুসরণ করতেই পারেন, কিন্তু অনুকরণ মোটেও স্বাভাবিক প্রবণতা নয়। তাই এড়িয়ে চলুন এই রকম মানুষদের। ছবি: শাটারস্টক।

Advertisement
০৩ ০৭

আপনার সামনে প্রশংসায় ভরিয়ে দেন, অথচ, চোখের আড়াল হলেই নিন্দেমন্দ করেন— এমন মানুষের থেকে দূরে থাকুন। হিংসের অন্যতম নিদর্শন কিন্তু এই দু’মুখো আচরণ। আপনার সামনে নিজেদের স্বভাব লুকিয়ে রেখে আপনাকে ভুল বোঝাবে বলেই এমন মানুষজন সামনে ‘ভালমানুষ’ সেজে থাকেন। ভাল কথার আড়ালে আসলে বদনাম করেন। সতর্ক হোন এঁদের বিষয়ে। ছবি: শাটারস্টক।

০৪ ০৭

আপনার সাফল্যকে হেলাফেলা করাই এঁদের কাজ। তা করতে তাঁরা বহু উপায় আঁকড়াতে পারেন। তাই জীবনের পথে কোনও সাফল্য এলে এঁদের সঙ্গে ভাগ করার প্রয়োজনই নেই। একান্ত বলতেই হলে হেলাফেলার উত্তরও দিন বিনীত ভাবে, বুদ্ধি খাটিয়ে। আপনি যে আঘাত পেয়েছেন, তা বুঝতে দিলে, এঁরা কিন্তু খুশিই হবেন। ছবি: শাটারস্টক।

০৫ ০৭

আপনার কোনও ভুলকে ‘টার্গেট’ করাই এঁদের লক্ষ্য। যে ভুল তুচ্ছ, তাকেও নানা যুক্তিতে, ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে তোলাই এঁদের কাজ। এমন কাজ দেখে সহজেই চিনুন এঁদের। ছোট ভুল নিয়ে অকারণ অশান্তি হলে রুখে দাঁড়ান। বুঝিয়ে দিন, এ সবে আপনি ডরান না, বরং তাঁদের ভুলগুলোও যে আপনার মনে থাকে, তা বুঝিয়ে দিন পারলে। ছবি: শাটারস্টক।

০৬ ০৭

আপনার সম্পর্কে গুজব ছড়াতে এঁদের জুড়ি নেই। অফিস হোক বা বন্ধুমহল— এমন দু’-এক জন থাকবে না এমন আশা করাই বৃথা। কাজেই এঁদের খুব একটা পাত্তা না নিয়ে বরং কাছের জনদের সতর্ক করে দিন এঁদের স্বভাব সম্পর্কে। অন্তত এঁরা আপনার সম্পর্কে কিছু বললে, যেন তা যাচাই করে তবেই বিশ্বাস করেন । নিজেও এঁদের কথা বিশ্বাস করবেন না। ছবি: শাটারস্টক।

০৭ ০৭

সাধারণত, সুখের দিনে মানুষের অনেক বন্ধু থাকে বিপদে তাঁদের পাশে পাওয়া যায় না। হিংসুটেরা কিন্তু আপনার বিপদের দিনের সুযোগ নিতে ছাড়ে না। বিপদে বন্ধুর ছদ্মবেশে এসে আপনাকে ভুল পথে চালনা করাই এঁদের কাজ। তাই বিপদে পড়লেও চোখ-কান খোলা রাখুন। কে প্রকৃতই বন্ধু, আর কে বন্ধুর বেশে ক্ষতি চাইছে, সেটা বোঝার চেষ্টা করুন। ছবি: পিক্সঅ্যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement