Parenting Tips

খুদে সদ্য একা একা খেতে শুরু করেছে? ৫ খাবার ভুলেও ওর হাতে তুলে দেবেন না

মাঝেমধ্যেই ছোট শিশুদের ব্যস্ত রাখার জন্য তাদের সামনে শুকনো খাবার দিয়ে বসিয়ে দেওয়া হয়। তারা কখনও সেই খাবার নিয়ে নিজের মতো খেলতে থাকে, কখনও আবার খাবারটি মুখেও পুরে দেয়। অভিভাবকদের চোখের আড়ালে কোনও খাবার শিশুর গলায় আটকে গেলে মুশকিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ ১৯:২৮
Share:

শিশুর হাতে ভুলেও ৫ খাবার দেবেন না। ছবি: সংগৃহীত।

নিজের হাতে খেতে শেখানোর জন্যও অভিভাবকেরা অনেক সময়েই খুদের সামনে খাবারের প্লেট দিয়ে বসিয়ে দেন। তবে এ ক্ষেত্রে বাবা-মায়েদের একটু সাবধান হওয়া জরুরি। মাঝেমধ্যেই ছোট শিশুদের ব্যস্ত রাখার জন্য তাদের সামনে শুকনো খাবার দিয়ে বসিয়ে দেওয়া হয়। তারা কখনও সেই খাবার নিয়ে নিজের মতো খেলতে থাকে, কখনও আবার খাবারটি মুখেও পুরে দেয়। অভিভাবকদের চোখের আড়ালে কোনও খাবার শিশুর গলায় আটকে গেলে মুশকিল। জেনে নিন, খুদে নিজে হাতে খাওয়া শুরু করলে কোন খাবারগুলি ভুলেও তাদের হাতে দেওয়া চলবে না।

Advertisement

পপকর্ন: সিনেমা দেখতে দেখতে মাঝেমধ্যে পপকর্ন খেতে মন্দ লাগে না। আবার বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা দিতে গিয়েও পপকর্নের খোঁজ পড়ে অনেক বাড়িতে। তবে খুদের হাতে পপকর্নের বাটি ধরিয়ে দেওয়ার আগে সতর্ক থাকুন। পপকর্ন শুকনো হয়, এর দানা শিশুদের গলায় ঢুকে গেলেই কিন্তু বিপদ ঘটতে পারে।

ক্যান্ডি, ললিপপ: রংবেরঙের ক্যান্ডি শিশুদের বেশ আকৃষ্ট করে। তবে তাদের হাতে ক্যান্ডি, ললিপপ জাতীয় খাবার তুলে দেওয়ার আগে সতর্ক থাকুন। খুব বেশি বড় ও শক্ত ক্যান্ডি কিন্তু তাদের গলায় আটকে যেতে পারে।

Advertisement

আঙুর: খুদের হাতে ভুলেও গোটা আঙুর ধরিয়ে দেবেন না। আঙুর টুকরো করে কেটে তবেই খেতে দেবেন। খুব ছোট হলে তাদের রস করেও খাওয়াতে পারেন। না হলে কিন্তু এই গোলাকার ফল গলায় আটকে যাওয়ার ঝুঁকি থেকেই যায়।

বাদাম: শিশুদের যে কোনও ধরনের বাদাম, যেমন কাজু, আমন্ড, চিনেবাদাম দেওয়ার আগে সতর্ক থাকুন। এগুলিও কিন্তু শিশুর গলায় আটকে গিয়ে বিপদ ঘটতে পারে।

মার্শমেলো, চিউইংগাম: খুব ছোট শিশুদের হাতে চিউইংগাম কিংবা মার্শমেলো ভুলেও দেবেন না। এই জাতীয় খাবার ওদের গলায় আটকে যাওয়ার আশঙ্কা খুব বেশি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement