বাড়িতে বাগান পরিচর্যা করতে পছন্দ করেন অনেকে। তাঁরা এমন উপায়ের খোঁজ করেন যা দিয়ে শখের বাগানটিকে দেখতেও সুন্দর লাগে আবার গাছের গুণমান আরও উন্নত হয়। অনেকে আবার ফ্ল্যাটবাড়ির অন্দরসজ্জা বজায় রেখে কী ভাবে বাগান পরিচর্যা করবেন, তা নিয়ে উদ্বিগ্ন হন। ছোট জায়গায় কনটেনারের মধ্যে করা যায় রেজ়ড বেড গার্ডেনিং। এই পদ্ধতিতে কাঠের ফ্রেমের মধ্যে একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত মাটিতে বাগান করা যায়।
কেন দরকার
উদ্যানবিদ পলাশ সাঁতরা জানাচ্ছেন, ফল, ফুল বা আনাজপাতি... যে কোনও গাছ লাগানোর আগে জরুরি সেটি কোথায় লাগানো হবে, সে জায়গাটি নির্ধারণ করা। যে কোনও বীজ থেকে চারা গাছ তৈরির ক্ষেত্রে প্রথম কিছু দিন জমি থেকে অপেক্ষাকৃত উঁচু জায়গায় তা তৈরি করে নেওয়া হয়। রেজ়ড বেড গার্ডেনিং-এর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। কিছুটা উঁচু জায়গা হওয়ার ফলে গাছের শিকড়ে জল জমে না, তাই তা সুরক্ষিত থাকে ও গাছটি সুস্থ ভাবে বেড়ে ওঠে।
বানানো যায় যেখানে
সাধারণত রেজ়ড বেড এমন জায়গায় তৈরি করা হয়, যেখানে পর্যাপ্ত পরিমাণ রোদ আসে। সেটা বাড়ির ছাদ বা উঠোনে হতে পারে। বাগানের মধ্যেও কোনও নির্দিষ্ট জায়গা হতে পারে। আবার ফ্ল্যাটেও করা যায়। কারণ ছোট জায়গায় পছন্দসই গাছ লাগিয়ে তা পরিচর্যা করা যায়। কিচেন গার্ডেনের জন্য আদর্শ রেজ়ড বেড গার্ডেনিং। এই ধরনের কনটেনারে লঙ্কা, গাজর, ক্যাপসিকাম-সহ নানা গাছই সহজে করা যায়। সবচেয়ে ভাল হয় হার্বস। আবার ছোট ফুল গাছও এই ধরনের রেজ়ড বেডে তৈরি করা যায়। তবে মাটির গভীরতা খুব বেশি না থাকায় খুব বড় গাছ করা যায় না। তবে মরসুমি ফসলের জন্য এই বাগান ভাল।
রেজ়ড বেড বানাতে
রেজ়ড বেডের যত্ন
রেজ়ড বেড গার্ডেনিং-এর সবচেয়ে বড় সুবিধে হল, এই পদ্ধতির সাহায্যে মাটির গুণমান ধরে রাখা যায়। ফলে গাছও ভাল ভাবে বেড়ে ওঠে। এই বেডগুলির মাটিতে নিয়মিত সার মেশালে তা ভাল থাকে। পরিমাণ মতো জল আর রোদও যাতে এই জমি পায়, তা নিশ্চিত করা জরুরি। ঘুরিয়েফিরিয়ে নানা ধরনের মরসুমি গাছ লাগানো যায়। এমন রোটেশনাল পদ্ধতিতে গাছ লাগালে মাটি ভাল থাকে। গাছও ভাল হয়।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে