Lifestyle News

কেনা ডগ বিস্কিট নয়, পোষ্যকে দিন এই হোমমেড কুকি

বাড়িতে পোষ্যদের যত্ন নিতে আমরা ওদের সেরা খাবারটাই দিয়ে থাকি। বাজার থেকে কিনে দিই সেরা ব্র্যান্ডের ডগ ফুড, ডগ বিস্কিট বা পে়ডিগ্রি। তবে পোষ্যরা কিন্তু যত্নের পাশাপাশি আমাদের ভালবাসাও চায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ মার্চ ২০১৭ ১৬:৫২
Share:

বাড়িতে পোষ্যদের যত্ন নিতে আমরা ওদের সেরা খাবারটাই দিয়ে থাকি। বাজার থেকে কিনে দিই সেরা ব্র্যান্ডের ডগ ফুড, ডগ বিস্কিট বা পে়ডিগ্রি। তবে পোষ্যরা কিন্তু যত্নের পাশাপাশি আমাদের ভালবাসাও চায়। কারণ ওরা সব সময়ই খেয়াল রাখে আমাদের। প্রত্যাশাও রাখে ভালবাসার। মাঝে মাঝে বাড়িতে নিজের হাতেই বানিয়ে দিন ওদের খাবার।

Advertisement

কী কী লাগবে

মিট: ৭৫০ গ্রাম

Advertisement

গমের আটা: ১ কাপ

নন ফ্যাট মিল্ক: ২ কাপ

কী ভাবে বানাবেন

ওভেন ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রি-হিট করে নিন। একটা বড় বাটিতে সব উপকরণ নিয়ে চামচের সাহায্যে মিশিয়ে নিন। একটা গ্রিজড প্যানে চামচে করে কুকির আকারে মিশ্রণ দিতে থাকুন। হয় চ্যাপ্টা করে দিন, না হয় হাড়, থাবারের আকারে দিন। ১৫-২০ মিনিট বেক করুন। ধারগুলো বাদামি রং ধরলে নামিয়ে নিন।

আরও পড়ুন: একঘেয়ে নুডলস ছাড়ুন, এই ভাবেও ট্রাই করতে পারেন

পোষ্যকে খেতে দিন টাটকা কুকিজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement