Children's Day

নিজের মধ্যের শিশুকে বাঁচিয়ে রাখুন এ ভাবে

শিশু দিবস মানে কি শুধুই শিশুদের দিন? আর বড়দের? বয়স বাড়তে থাকলেও আমাদের ভিতরের শিশুর মৃত্যু কখনও হয় না।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৭ ১২:১৬
Share:
০১ ০৬

শিশু দিবস মানে কি শুধুই শিশুদের দিন? আর বড়দের? বয়স বাড়তে থাকলেও আমাদের ভিতরের শিশুর মৃত্যু কখনও হয় না। আমরাই তাকে অবহেলা করি। জীবনে খুশি থাকতে ভিতরের শিশুসত্তা জীবিত রাখুন। কিন্তু কী ভাবে? জেনে নিন ৫ উপায়। 

০২ ০৬

ছোটবেলা ছোটখাট জিনিসই আমাদের আনন্দ দিত। বড় হতে হতে আমাদের প্রত্যাশাগুলোও বাড়তে থাকে। সেই সঙ্গেই বাড়তে থাকে হতাশা, হারিয়ে যায় আনন্দ। ছোট ছোট বিষয়গুলো আপনার জীবনে ফিরিয়ে আনুন। ছোট ছোট খুশিই জীবনকে পরিপূর্ণ করে।

Advertisement
০৩ ০৬

নিজেকে ভালবাসুন। তা হলেই দেখবেন নিজের ছেলেমানুষিগুলোও ভাল লাগছে। আবার উপভোগ করছেন জীবন।

০৪ ০৬

ছোটবেলা আমরা যা মন চাইতো তাই করতাম। তখন ভাবতাম না কে আমাদের নিয়ে কী ভাবছে। বড় হতে হতে কে কী ভাবল তা নিয়ে মাথা ঘামাতে থাকি আমরা। কে আপনাকে বোকা বলল তা না ভেবে যা খুশি করুন।

০৫ ০৬

কাছের বন্ধুদের সঙ্গ কখনও ছাড়বেন না। জীবনে যতই ব্যস্ততা থাক, বন্ধুদের সঙ্গে কাটানোর সময় বের করে নিন। কারণ, বন্ধুদের সঙ্গেই আমরা সবচেয়ে বেশি হাসি, আনন্দ করি।

০৬ ০৬

ছোটবেলা নিশ্চয়ই আপনার অনেক প্রিয় খেলা ছিল? বৃষ্টিতে ভেজা, কাগজের প্লেন বানিয়ে ওড়ানো। বড় হতে হতে সেগুলো হারিয়ে গিয়েছে। যখনই সময় পাবেন আবার ছোটবেলার সেই কাজগুলো করুন। দেখবেন একই রকম উপভোগ করছেন। স্ট্রেস কাটিয়ে উঠতে পারবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement