শ্রাদ্ধ নয়, তাঁর মৃত্যুর পর যেন বন্ধুরা পার্টি করে, এমনই অদ্ভুত ইচ্ছাপ্রকাশ করেছেন লিন্ডা উইলিয়ামস। ছবি: সংগৃহীত।
ক্যানসার শব্দটি শুনলেই আঁতকে ওঠেন সকলে। যিনি ক্যানসারে আক্রান্ত হন, তাঁর মনে ধারণা হয় যে, এই বুঝি জীবনটা শেষ হয়ে গেল। বিশেষ করে ক্যানসারের শেষ পর্যায় এসে অনেকেই হতাশাগ্রস্ত হয়ে পড়েন, হাতে যেটুকু সময় বাকি আছে সেটাও আফসোস করতে ব্যয় করে দেন তাঁরা। বছর ৭৬-এর লিন্ডা উইলিয়ামস কিন্তু মোটেই এমনটা মনে করেন না। শ্রাদ্ধ নয়, তাঁর মৃত্যুর পর যেন বন্ধুরা পার্টি করে এমনই অদ্ভুত ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। তিনি বলেন, ‘‘আমার মৃত্যুর পর আমার জীবনকে উদ্যাপন করা হোক, এটাই আমি চাই!’’
বছর খানেক আগে ক্যানসার ধরা পড়ে লিন্ডার। তিনি জানতে পারেন, ক্যানসারের একেবারে শেষ পর্যায় পৌঁছে গিয়েছেন তিনি। ভেঙে না পড়ে বাকি জীবনটা আনন্দের সঙ্গে কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন বৃদ্ধা। তার পর থেকেই নিয়মিত পার্টির আয়োজন করতেন তিনি। ক্যানসারে আক্রান্ত হওয়ার পর তিনি একটি তালিকা তৈরি করেন, সেখানে লিখতে থাকেন এই জীবনে কী কী করার ইচ্ছা রয়েছে তাঁর, যা এখনও পূরণ হয়নি। লিন্ডার শখ জাগে ১৯৪০ সালে ব্রিটেনর যুদ্ধকে থিম বানিয়ে পার্টি করার। তাঁর সন্তানরা এই শখও পূরণ করলেন। পরনে যোদ্ধাদের পোশাক, সারা রাত বন্ধুদের সঙ্গে উদ্দাম নাচ আর অনেক হুল্লোড় করেন লিন্ডার।
পার্টির মেজাজে লিন্ডা। ছবি: সংগৃহীত।
লিন্ডা সিদ্ধান্ত নেন যে, তিনি হাসপাতালে মোটেই থাকবেন না। বাড়িতেই শুশ্রূষার জন্য সেবিকা রাখেন তিনি। সেই পার্টিতে সেবিকারও নিমন্ত্রণ ছিল। যেটুকু সময় বাকি আছে, তাঁকে উদ্যাপন করেই কাটাতে চেয়েছেন তিনি। সফলও হয়েছেন।