3 Indoor Plants

নতুন বছরে অন্দরসজ্জায় নতুন গাছ কিনতে চান? বেছে নেবেন কোনগুলি?

ঘর সাজানোর জন্য একঘেয়ে পোথোস, স্নেক প্ল্যান্ট বাদ দিয়ে নতুন কোনও গাছ আনতে চান? কোন গাছ ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেবে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ ২০:২৬
Share:

বাহারি গাছে সাজিয়ে নিন ঘর। ছবি:ফ্রিপিক।

নতুন বছরে ঘর সাজাতে আরও গাছ কিনতে চান। কিন্তু কিনবেন কোনগুলি? জ়েড প্ল্যান্ট, মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, পোথস এগুলি অন্দরসজ্জায় বহুল ব্যবহৃত। এই ধরনের গাছ যদি বাড়িতে থাকে, তা হলে দরকার নতুন কিছু। সেই তালিকায় রাখতে পারেন প্যাডেল প্ল্যান্ট, কোলিয়াস, পয়েনসেটিয়ার মতো বাহারি গাছ।

Advertisement

প্যাডেল প্ল্যান্ট

প্যাডল প্ল্যান্ট দিয়ে সাজাতে পারেন ঘর। ছবি: সংগৃহীত।

এটি এক ধরনের সাকুলেন্ট। লম্বা ডাঁটিতে থাকে বাহারি পাতা। সবুজ, লালচে ছোঁয়া থাকে তাতে। অল্প জল-হাওয়াতেই তাজা থাকে গাছটি। ঘর, বারান্দা যে কোনও জায়গায় সুন্দর টবে রাখলে প্যাডেল প্ল্যান্টই ঘরের শোভা বাড়িয়ে দিতে পারে।

Advertisement

কোলিয়াস

পাতাবাহারি কোলিয়াস ঘরের শোভা বাড়িয়ে দেবে। ছবি: ফ্রিপিক।

পাতাবাহার এই গাছটি বাড়ির বারান্দায় রাখলে, সকলের চোখ সে দিকেই যাবে। খয়েরি, হলুদ, সবুজ, বেগুনি রঙের নকশা ফুটে ওঠে পাতায়। ঝাঁকড়া হয় গাছটি। টব ভরে থাকে। এই গাছটিও অল্প জল-হাওয়ায় দিব্যি ভাল থাকতে পারে।

পয়েনসেটিয়া

পয়েনসেটিয়া ব্যবহার করতে পারেন অন্দরসজ্জায়। ছবি: সংগৃহীত।

সবুজ এবং লাল বড় বড় পাতার মিশ্রণ দেখা যায় পয়েনসেটিয়া। অন্য রঙেরও হয়। নতুন বছরে ঘর সাজাতে এই গাছটিও বেছে নিতে পারেন। সূর্যালোক পড়ে এমন জায়গায় গাছটি রাখতে হবে। অন্দরসজ্জায় ব্যবহার করলেও দিনে ২-৩ ঘণ্টা অন্তত রোদে গাছটি রাখা প্রয়োজন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement