ক্যালেন্ডারের হিসাবে চলতি মাসই বর্ষাকাল। এখনও দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু না হলেও, বর্ষা আসন্ন। তার আগেই খোলা জায়গায় রাখা আসবাবপত্রে নজর না দিলে, ছত্রাক ধরতে পারে বৃষ্টিতে। বর্ষার জল লেগে নষ্ট হতে পারে প্লাস্টিকের চেয়ার টেবিলও। কী ভাবে সেগুলিকে যত্নে রাখবেন?
১। খোলা বারান্দা হোক বা ছাদ-বাগান, শখ করে চেয়ার, টেবিল, দোলনা সাজিয়েছেন? বারান্দায় রেখেছেন সোফাও। টানা রোদ-জলে এই সব আসবাব দ্রুত ময়লাও হয়, তাদের আয়ুও কমে যায়। বর্ষার আসার আগেই সেগুলি পরিষ্কারে মন দিন। বিশেষত বেতের জিনিস খোলা জায়গায় সাজিয়ে রাখলে, তাতে যদি শ্যাওলা জমে, ব্রাশ দিয়ে পরিষ্কার করে ফেলুন। ব্রিটেনের এক আসবাবপত্র ব্যবসায়ী ল্যরি আলপ্রেসের পরামর্শ, খোলা স্থানে রাখা আসবাব ভাল রাখতে নিয়ম মেনে পরিচ্ছন্ন রাখা প্রয়োজন।
২। খোলা জায়গায় থাকা আসবাব অনেক বেশি রোদ, জল, হাওয়া সহ্য করে। নোংরাও হয় বেশি। তাই যেগুলি প্লাস্টিকের তৈরি বা সাবানজল দিয়ে পরিষ্কার করা চলে, সেগুলিকে সে ভাবেই পরিচ্ছন্ন রাখা দরকার। ল্যরির কথায়, রাসায়নিক মিশ্রিত তরলের চেয়ে সাবানজল দিয়ে আসবাব পরিষ্কার করা ভাল।
৩। বর্ষা আসার আগেই আসবাবপত্র ঢেকে ফেলুন। চেয়ার, টেবিলের নির্দিষ্ট কভার ব্যবহার করতে পারেন। সেটা সম্ভব না হলে, প্লাস্টিকের কভার দিয়েও সমস্ত জিনিস ঢেকে ফেলতে পারেন।
৪। কাঠের আসবাব বৃষ্টিতে ভিজলে তাতে ছত্রাক হয়। পোকা-মাকড়ের আক্রমণও বেড়ে যায়। ব্রাশের সাহায্যে পাইন অয়েল লাগিয়ে নিতে পারেন। এটি ফার্নিচারের আয়ু বাড়াতে সাহায্য করবে।
৫। বারান্দায় রাখা সোফা বা চেয়ারে আরাম এবং দেখতে ভাল রাখার জন্য কুশন বা গদি রাখেন। সেগুলিও মাসে এক, দু’বার পরিষ্কার করা জরুরি। বর্ষা আসার আগে এই ধরনের জিনিস কেচে ঘরের ভিতরে তুলে রাখতে পারেন। নিয়মিত জল পড়লে সেগুলি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।