home fire safety tips

বাড়িতে একাধিক কারণে অগ্নিকাণ্ডের আশঙ্কা তৈরি হতে পারে, সুরক্ষিত থাকতে ৫টি পরামর্শ জেনে নিন

নজর না রাখলে বাড়িতে অগ্নিকাণ্ড ঘটতে পারে। বাড়িকে সুরক্ষিত রাখতে কয়েকটি প্রয়োজনীয় পদক্ষেপ করা উচিত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৫ ১৩:১৯
Share:

প্রতীকী চিত্র। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বৈদ্যুতিন সরঞ্জাম এখন অনেকটাই উন্নত। তাই বাড়িতে অনেক ক্ষেত্রেই বিদ্যুৎ থেকে আগুন লাগার ঘটনা কমেছে। কিন্তু তার পরেও অসাবধানতাবশত কোনও অঘটন ঘটে যেতে পারে। কারণ, অজান্তেই আমরা কিছু ভুল করে থাকি। সহজেই যদি সেগুলি চিহ্ণিত করা যায়, তা হলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

Advertisement

১) বাড়িতে অনেকেই পাওয়ার স্ট্রিপ ব্যবহার করেন। অর্থাৎ একটি বোর্ডে থাকে একাধিক প্লাগ পয়েন্ট। কিন্তু অনেক সময়েই সেটিকে ভুল ভাবে ব্যবহার করা হয়। একই সঙ্গে ল্যাপটপ, মোবাইল বা অন্য কোনও ডিভাইস সেখানে ব্যবহার করা হয়। এ রকম ক্ষেত্রে চাপ বাড়লে তাপে তা গলে গিয়ে অগ্নিকাণ্ড ঘটে যেতে পারে। তাই এই ধরনের প্লাগ কোনও ভাল সংস্থার ব্যবহার করা উচিত। তাতে শর্ট সার্কিট প্রতিরোধী ব্যবস্থা থাকে।

কোনও একটি বোর্ডের সব প্লাগ একসঙ্গে ব্যবহার করা উচিত নয়। ছবি: সংগৃহীত।

২) বাড়ি থেকে বেরোনোর সময়ে অনেকেই টিভি বা এসি বন্ধ করলেও, মূল পাওয়ার সোর্স বন্ধ করেন না। দিনের পর দিন এই ভাবে অন থাকার ফলে তা উত্তপ্ত হয়ে পুড়ে যেতে পারে। তাই ব্যবহার না করলে সেগুলিকে বন্ধ রাখা উচিত।

Advertisement

বাড়িতে পুরনো বৈদ্যুতিন তার পরীক্ষা করানো উচিত। ছবি: সংগৃহীত।

৩) যে সমস্ত বৈদ্যুতিক যন্ত্র পুরনো হয়ে গিয়েছে, নির্দিষ্ট সময়ান্তরে পরীক্ষা করানো উচিত। জলের কাছাকাছি (যেমন রান্নাঘরে) কোনও বৈদ্যুতিক যন্ত্র রাখা উচিত নয়।

৪) বাড়িতে বিদ্যুতের তার অনেক সময় ইঁদুর কেটে দিতে পারে। শর্ট সার্কিট এড়াতে সব বাড়িতেই এখন এমসিপি বসানো থাকে। তা সত্ত্বেও বছরে অন্তত এক বার বৈদ্যুতিক তার পরীক্ষা করানো উচিত। প্রয়োজনে তা পরিবর্তন করা উচিত।

ফিউজ় বোর্ড। ছবি: সংগৃহীত।

৫) এখনকার বহুতলে আপৎকালীন পরিস্থিতিতে বাইরে বেরোনোর সুবিধা থাকে। কিন্তু অন্য ক্ষেত্রেও নিজের বাড়িতে কোনও বিকল্প পরিস্থিতি ভেবে রাখা উচিত। যেমন বাড়িতে আগুন লাগলে ছাদ যাতে ব্যবহার করা যায়, তা নিশ্চিত করতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement