Pumpkin Plant

বাড়ির টবে মিষ্টি কুমড়ো ফলাতে চান? জেনে নিন সহজ কৌশল

নেহাত শখেই বাড়ির ছাদে টবে ব্রকোলি, চাইনিজ ক্যাবেজ, লাল বাঁধাকপি বা ক্যাপসিকাম লাগান অনেকে। কিন্তু কম সময়ে ও পরিশ্রমে সহজেই কুমড়ো ফলানো যেতে পারে টবেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৫ ১৮:৩৭
Share:

বাড়িতে টবে কুমড়োর ফলন কী ভাবে হবে? ছবি: ফ্রিপিক।

জানলার গ্রিলে তুলসি গাছ, বারান্দার লোহার তেপায়ায় প্লাস্টিকের টবে অর্কেরিয়া— এমনটাই এত দিন চোখে পড়েছে। কিন্তু বহুতলের বারান্দায় টবে মিষ্টি কুমড়ো গাছের চাষ ক’জনই বা করেন। নেহাত শখেই বাড়ির ছাদে টবে ব্রকোলি, চাইনিজ ক্যাবেজ, লাল বাঁধাকপি বা ক্যাপসিকাম লাগান অনেকে। কিন্তু কম সময়ে ও পরিশ্রমে সহজেই কুমড়ো ফলানো যেতে পারে টবেই।

Advertisement

চারা ও টবের নির্বাচন

ছোট কুমড়ো হবে এমন চারা কিনুন। সেই অনুপাতে টবও নির্বাচন করতে হবে।

Advertisement

কুমড়ো গাছের জন্য বড় আকারের টবই কিনতে হবে। অথবা বড় মাপের কন্টেনার কিনে তাতেও কুমড়ো ফলাতে পারে।

মাটি

এমন মাটি দিতে হবে যাতে জল না দাঁড়ায়। মাটির সঙ্গে গোবর সার বা কম্পোস্ট মিশিয়ে দিলে ফলন ভাল হবে। মাটিতে কুমড়ো গাছের চারা পুঁতে নিয়মিত জল দিতে হবে। তবে খেয়াল রাখবেন গাছের গোড়ায় যেন জল না জমে থাকে। কুমড়ো গাছ এমন জায়গায় করতে হবে যেখানে পর্যাপ্ত আলো ও বাতাস রয়েছে। টবটি প্রতি দিন রোদে রাখতে হবে।

সার

প্রতি ১৫-২০ দিন অন্তর ইউরিয়া সার ও পটাশ সার দিলে ফলন ভাল হবে। গাছের পাতায় পোকা ধরছে কি না, তা খেয়াল রাখুন। পাতা হলুদ হতে শুরু করলে কীটনাশক দিতে হবে। শুকনো ও রোগগ্রস্ত পাতা দেখামাত্রই জীবাণুমুক্ত ছুরি বা ব্লেডের সাহায়্যে কেটে ফেলতে হবে। পোকার ডিম, শুককীট ও মথ দেখামাত্র নষ্ট করে ফেলতে হবে। পোকার আক্রমণ হলে নিম তেল (প্রতি লিটার জলে ৩ মিলি) দেওয়া যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement