Rose Fertilizer

গোলাপ গাছের কুঁড়ি শুকিয়ে যাচ্ছে, পাতাও হলদে হয়ে গিয়েছে, হেঁশেলের উপকরণেই মিলবে সমাধান

গোলাপ গাছে ফুলের সংখ্যা বাড়বে ঠিকমতো ‘খাবার’ দিলেই। রাসায়নিক নয়, হেঁশেলের বাড়তি জিনিস দিয়ে বানিয়ে ফেলুন জৈব সার। শীতের বাগান ভরবে রকমারি গোলাপে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ ২০:১৫
Share:

গোলাপ গাছে কোন সার দেবেন? ছবি: সংগৃহীত।

শীতের বাগান সুন্দর দেখায় রকমারি গোলাপ ফুটলে। তবে সেই গোলাপ গাছেই যদি কুঁড়ি ঠিকমতো না আসে, পাতা হলুদ হয়ে যায়, কারই বা ভাল লাগে? পাতা হলুদ হয়ে যাওয়া ইঙ্গিত দেয়, গাছটি বেড়ে ওঠার সঠিক পরিবেশ পাচ্ছে না। হয় পুষ্টি, নয় তো সূর্যালোকের অভাব হচ্ছে, অথবা অন্য কোথাও খামতি আছে। কুঁড়ি কম আসার নেপথ্যে থাকতে পারে পুষ্টির অভাব। অর্থাৎ মাটি থেকে গাছ বেড়ে ওঠার সঠিক পুষ্টি পাচ্ছে না। তবে চিন্তা নেই। সেই অভাব দূর হতে পারে হেঁশেলের বাড়তি উপকরণেই।

Advertisement

কলার খোসা

এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম মেলে, যা গাছের বৃদ্ধির জন্য জরুরি। তা ছাড়া, কলার খোসা দ্রুত পচনশীল। মাটির সঙ্গে মিশে সারে পরিণত হয়। পটাশিয়াম গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। একটি কলার খোসা কুচিয়ে গাছ বসানোর জন্য মাটি তৈরির সময় তার মধ্যে ফেলে দিন। তা থেকেই সার হবে।

Advertisement

ডিমের খোসা

এতে মেলে ক্যালসিয়াম। এই খনিজ গাছের গোড়া শক্ত করতে সাহায্য করে। ডিমের খোসা গুঁড়িয়ে মাটিতে মিশিয়ে দিলে ক্যালসিয়ামের মাত্রা বৃদ্ধি পায়।

গোলাপ গাছে ভাল ফুল আসার জন্য এবং বৃদ্ধির জন্য ডিমের খোসা আর কলার খোসা দিয়েই বানিয়ে ফেলুন সার।

কী ভাবে সার তৈরি করবেন?

দু’টি শুকনো কলার খোসা বা অতিরিক্ত পাকা কলা, দু’টি ডিমের খোসা ভাল করে গুঁড়িয়ে নিন। তার পর সেটি এক কাপ জলে মিশিয়ে দিন। গোলাপ গাছের গোড়ায় টবের মাটি আলগা করে অল্প পরিমাণে ওই তরল সার মিশিয়ে দিন। মাসে এক দিন জৈব সার প্রয়োগ করা যায়। গাছ বেড়ে ওঠার সময় সঠিক মাত্রায় জৈব সার প্রয়োগ করলে ফুল ভাল হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement