Wooden Hand Craft Caring Tips

ঘর সাজাতে নানা জায়গা থেকে কাঠের জিনিস কিনেছেন, সেগুলি যত্নে রাখবেন কী ভাবে?

অন্দরমহলে শোভা পাচ্ছে কাঠ দিয়ে তৈরি শৌখিন শিল্পকলা। সৌন্দর্য বজায় রাখতে কী ভাবে শখের জিনিসগুলির যত্ন নেবেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১১
Share:

ঘর সাজানোর কাঠের জিনিসগুলির যত্ন নেবেন কী ভাবে? ছবি: শাটারস্টক

ঘর সাজাতে অনেকেই কাঠের শৌখিন জিনিসপত্র, ভাস্কর্য ব্যবহার করেন। দেওয়াল থেকে গৃহকোণ, অন্দরমহলের আনাচকানাচ সাজিয়ে তোলা যায় কাঠের ফুলদানি, ঘড়ি, ঝারোখা-সহ নানা ধরনের জিনিস দিয়েই। তবে শুধু সাজালেই কাজ শেষ হয় না, যে কোনও জিনিসেরই নিয়মিত পরিচর্যা প্রয়োজন। কাঠের সূক্ষ্ম কাজে ধুলো জমলে নিমেষেই সেই সৌন্দর্য ম্লান হয়ে যাবে। কী ভাবে যত্নে রাখবেন কাঠের ঘর সাজানোর জিনিসগুলি?

Advertisement

১. নিয়মিত কাঠের আসবাব বা শৌখিন জিনিসপত্র পরিষ্কার করা দরকার। প্রতিদিন ধুলো ঝাড়লে, ময়লার আস্তরণ জমতে পারবে না। তবে হাতের কাছে যে কোনও কাপড় দিয়ে জিনিসটি মুছে ফেললেই হবে না। এ জন্য বেছে নিতে পারেন বিভিন্ন ধরনের তুলি বা খুব নরম এবং পরিষ্কার কাপড়। তুলি বা কাপড় দিয়ে আলতো হাতে ধুলো ঝাড়তে হবে। ঝারোখা থেকে কাঠের মূর্তি বা যে কোনও জিনিসে সূক্ষ্ম কাজ থাকলে অপেক্ষাকৃত সরু তুলি দিয়ে সেই ধুলো ঝাড়তে পারেন।

২. কাঠের শৌখিন জিনিসগুলি কোথায় রাখছেন, সেটিও গুরুত্বপূর্ণ। অতিরিক্ত তাপমাত্রা বা খুব বেশি ঠান্ডার প্রভাব পড়ে কাঠেও। ফলে বাড়ির যে অংশে জানলা দিয়ে রোদ এসে পড়ে, সেই জায়গাগুলি এড়িয়ে চলা দরকার। শুধু রোদ নয়, বাতাসে মিশে থাকা ধুলোকণাও কাঠের জিনিসপত্রের ক্ষতি করতে পারে।

Advertisement

৩. রাসায়নিকের ব্যবহারও এড়িয়ে চলা ভাল। সাধারণত শুকনো নরম কাপড় দিয়ে মুছলেই কাঠের জিনিস পরিষ্কার থাকবে। খুব প্রয়োজনে ভিজে কাপড় বা মৃদু সাবানযুক্ত জল ব্যবহার করা যায়।

৪. বাতাসের অতিরিক্ত আর্দ্রতাও কাঠের সৌন্দর্যে প্রভাব ফেলতে পারে। ফলে বর্ষার মরসুমে শখের জিনিসটি ভাল করে মুড়ে রাখতে পারেন।

৫. কয়েক বছর থেকে জেল্লা হারালে কাঠের কাজ করেন এমন কাউকে দিয়ে পালিশ করাতে পারেন। তবে পেশাদার কারও হাতে না পড়লে জিনিসটি নষ্ট হয়ে যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement