Mattress Cleaning Hacks

কেবল চাদর ধুয়ে নিলেই হয় না! বিছানার তোষকে ময়লা, জীবাণুর বাস! কী ভাবে পরিষ্কার করবেন ঘরে

মাসের পর মাস অপরিষ্কার হয়ে থাকে তোষক। কেবল রোদে বিছিয়ে রাখলেই হয় না, বেশ কয়েকটি পদ্ধতি মেনে তোষকের ডিপ ক্লিনিং প্রয়োজন। ঘরেই পরিষ্কার করা যায় বিছানার গদি। জেনে নিন উপায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৫ ১৭:১১
Share:

তোষক পরিষ্কার করার তিন কৌশল। ছবি: সংগৃহীত।

বিছানার চাদরে দাগ পড়লে যেমন সহজে ধুয়ে নেওয়া যায়, তোষক পরিচ্ছন্ন করা ততখানি সহজ নয়। ঋতুস্রাবের দাগ হোক বা শিশুর প্রস্রাব, অথবা ধুলোময়লার কারণেই হোক, তোষক বা গদি পরিষ্কার করার ঝক্কি অঢেল। কিন্তু নিয়মিত পরিষ্কার না করলে নানাবিধ রোগ দানা বাঁধতে পারে শরীরে। কারণ অপরিষ্কার তোষকে জীবাণুদের বাসস্থান তৈরি হতে সময় লাগে না। এর ফলে অ্যালার্জি, শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিতে পারে। তাই বছরে অন্তত দু’বার ভাল করে বিছানার গদি পরিষ্কার করা উচিত। তার জন্য লন্ড্রিতে টাকা খরচ করতে হবে না। জেনে নিন ঘরেই তোষক পরিষ্কারের কৌশল।

Advertisement

সবার প্রথমে বিছানার চাদর তুলে নিন। এ বার ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করা শুরু করুন। তোষকের কোণগুলি, ভিতরের সেলাই এবং ভাঁজের দিকে বিশেষ মনোযোগ দিত হবে। এই জায়গাগুলিতেই সবচেয়ে বেশি ধুলো, চুল, ময়লা এবং জিনিসপত্রের টুকরো জমা হয়। ভ্যাকুয়াম যন্ত্র না থাকলে এই ধাপটি এ়ড়িয়ে গিয়ে ঝাঁটা দিয়ে ভাল করে ঝেড়ে নিতে হবে। এ বার ক্লিনজ়ার তৈরি করতে হবে। নানা প্রকার ক্লিনজ়ার তৈরি করতে পারেন। সেগুলির তালিকা দেওয়া হল—

বাড়িতে ভ্যাকুয়াম ক্লিনার না থাকলেও পরিষ্কার করা যায় তোষক। ছবি: সংগৃহীত।

মনে রাখবেন, কোনও তোষকই কখনও কোনও দ্রবণে সম্পূর্ণ ভিজিয়ে রাখা উচিত নয়। এতে নষ্ট হয়ে যেতে পারে গদি। তাই ক্লিনজ়ারগুলি স্প্রে করে পরিষ্কার করতে হবে।

Advertisement

জল এবং ডিটারজেন্টের দ্রবণ

তোষক থেকে যদি একগুঁয়ে দাগ দূর করতে হয়, তা হলে এটি সেরা পদ্ধতি। একটি বাটিতে ১ চা চামচ ডিটারজেন্ট এবং ১ লিটার ঠান্ডা জলের দ্রবণ তৈরি করুন। ছোট গদির জন্য আধ লিটার নিতে পারেন। ফেনা না ওঠা পর্যন্ত নাড়িয়ে যেতে হবে চামচ দিয়ে। এ বার পরিষ্কার কাপড় বা নরম ব্রাশ নিয়ে দ্রবণে ডুবিয়ে তোষকে বৃত্তাকার গতিতে জোরে জোরে ঘষতে হবে। শেষে পরিষ্কার স্যাঁতসেঁতে কাপড় দিয়ে অবশিষ্টাংশ অপসারণ করতে হবে। এ বার রোদে, হাওয়ায় শুকোনোর জন্য রেখে দিন তোষকটি।

বেকিং সোডা

তোষকের উপর হালকা বেকিং সোডা ছিটিয়ে দিন। পুরো পৃষ্ঠ ঢেকে দিতে হবে। অন্তত ৩০ মিনিট ধরে রেখে দিন। সম্ভব হলে ঘণ্টাখানেক সময় দিলে ভাল। রোদে বিছিয়ে রাখলে সবচেয়ে ভাল ফল পাবেন। কারণ রোদ ব্যাক্টেরিয়ার বংশবৃদ্ধি রোধ করতে পারে। এ বার শুকনো এবং পরিষ্কার একখানি কাপড় দিয়ে সোডা ঘষে মুছে ফেলুন। কাপড়ের বদলে নরম ব্রাশও ব্যবহার করতে পারেন।

সাদা ভিনিগার এবং বেকিং সোডা

বেকিং সোডা, সাদা ভিনিগার একটি বাটিতে মিশিয়ে নিতে হবে। সঙ্গে প্রয়োজন বেশ কয়েকটি তোয়ালে। তোষকের উপর এই দুই উপকরণের মিশ্রণ ছড়িয়ে দিন। পুরোপুরি ভাবে ঢেকে গেলে পরিষ্কার তোয়ালেগুলি বিছিয়ে দিতে হবে মিশ্রণের উপর। ২-৪ ঘণ্টা পেরিয়ে গেলে তোয়ালেগুলি সরিয়ে গদিটি রোদে, বাতাসে শুকোতে দিন। এ বার একটি পরিষ্কার কাপড় বা হ্যান্ড ব্রাশ নিয়ে সোডার মিশ্রণের অবশিষ্টাংশ ঘষে ঘষে তুলে ফেলুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement