Gardening Tips

‘গোলাপ’ তবু গোলাপ নয়, গাছ ভরা ফুলে বদলে যায় বাগানের রূপ, গাছের যত্ন কী ভাবে নেবেন?

কেউ বলেন কাঠগোলাপ, কেউ বলেন চাঁপা। সাদা, হলুদ, গোলাপি রংবেরঙের ফুল ফুটে থাকলে বদলে যায় বাগিচার রূপ। সৌরভ টের পাওয়া যায় দূর থেকেই। এই গাছের যত্ন নেবেন কী ভাবে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ১৯:৫৭
Share:

কাঠগোলাপের রূপেই শ্রী ফিরুক বাগানের। কী ভাবে যত্ন নেবেন? ছবি: সংগৃহীত।

নামে গোলাপ, অথচ 'গোলাপ' বলতে যে ফুলের ছবি চোখে ভাসে, সেটি এটি নয়। নাম কাঠগোলাপ। সাদা, হলুদ, গোলাপি রংবেরঙের ফুল ফুটে থাকলে বদলে যায় বাগিচার রূপ। সৌরভ টের পাওয়া যায় দূর থেকেই।

Advertisement

কাঠগোলাপই ইংরেজিতে প্লুমেরিয়া। গরমের মরসুমেই ফুল ফোটে বেশি। তবে সঠিক পরিচর্যায় এই গাছ ফুল দেয় বছরভরই। কাঠগোলাপ বসাবেন? জেনে নিন, কী ভাবে এই গাছের যত্ন করতে হয়?

প্রজাতি: কাঠগোলাপের নানা রকম প্রজাতি, রং আছে। যে প্রজাতিই বেছে নিন না কেন, চারাটি হওয়া দরকার সতেজ। গাছটি টবেও বড় করা যায়। যেহেতু এই গাছ আড়ে-বহরে বেশ বড় হয়, তাই শুরু থেকেই একটু বড় ধরনের টবে চারা বসানো জরুরি।

Advertisement

মাটি: গাছের গোড়ায় জল জমলেই ক্ষতি। তাই মাটির জল নিষ্কাশন ব্যবস্থাটি ভাল হওয়া প্রয়োজন। দোআঁশ মাটি কাঠগোলাপ গাছের জন্য ভাল। শুরুতেই যদি ৭০ শতাংশ মাটির সঙ্গে ৩০ শতাংশ জৈব সার মিশিয়ে নেওয়া যায়, গাছের বৃদ্ধি ভাল হবে।

জল: মরসুম ভেদে জলের প্রয়োজন কম-বেশি হয়। এক বার ভাল করে জল দেওয়ার পর অপেক্ষা করতে হবে টবের মাটির উপরিভাগ শুকিয়ে যাওয়া পর্যন্ত। যত দিন না মাটি শুকোবে, জল দেওয়া যাবে না। বর্ষায় খেয়াল রাখা জরুরি, গোড়ায় জল জমছে কি না।

সার: গাছের বাড়-বৃদ্ধি এবং বাড়তি ফুলের জন্য সঠিক সারের দরকার। জৈব সার প্রয়োগেই কাজ হবে। নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস সমৃদ্ধ সার প্রয়োজন হয়। তবে পরিমাণ ঠিক রাখা জরুরি।

রোদ: ৬-৮ ঘণ্টা রোদ গাছের জন্য জরুরি। গাছের সমস্ত অংশ যাতে সমান রোদ পায়, খেয়াল রাখতে হবে। এই জন্য দরকার হয় কাটছাঁট করাও। কাঠগোলাপের পাতা বেশ বড়। মাঝেমধ্যে গাছের গোড়ার দিকের ডাল বা পাতা ছেঁটে না দিলে, অনেক অংশই রোদ পাবে না। তা ছাড়া স্যাঁতসেঁতে আবহাওয়ায় রোগ সংক্রমণের ঝুঁকি বাড়ে।

পাতা: বৃষ্টির পর রোদ উঠলে অনেক সময় পাতায় হলুদ ছোপ হয়, পাতা কুঁচকে যায়। কুঁচকে যাওয়া পাতা পোকা হওয়ার লক্ষণ হতে পারে। গাছের দিকে এই সময় বিশেষ খেয়াল রাখতে হবে। প্রয়োজন মতো কীটনাশক প্রয়োগ করতে হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement