Chrysanthemum

ঠিকঠাক কুঁড়ি আসছে না? কী ভাবে যত্ন করলে ফুলে ভরে উঠবে শীতের চন্দ্রমল্লিকা গাছ?

শীতের বাগানে ফুটে থাকবে থোকা থোকা চন্দ্রমল্লিকা। সেই ভেবে গাছ বসালেন। কিন্তু কুঁড়ি এলেও, তেমন ফুল ফুটছে না? ভুল কোথায় হতে পারে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫ ১৫:৩১
Share:

গাছ ভর্তি চন্দ্রমল্লিকা পেতে কী ভাবে যত্ন করবেন?

বারান্দা রকমারি চন্দ্রমল্লিকায় ভরে থাকবে বলে শীতের আগেই বসিয়েছিলেন চারা। গাছে কুঁড়ি এসেছে। তবে সংখ্যায় কম। জল দিচ্ছেন, সারও প্রয়োগ করছেন। তবু কেন ফুল তেমন হচ্ছে না, বুঝতে পারছেন না? কী ভাবে গাছের যত্ন করা দরকার?

Advertisement

১. চন্দ্রমল্লিকা গাছের জন্য ১০ থেকে ২০ ইঞ্চি টব আদর্শ। গাছের চারা লাগানোর সময়ে মাটিতে গোবর সার বা কম্পোস্ট মিশিয়ে নিলে ফুল ভাল হয়। চন্দ্রমল্লিকা গাছের গোড়ায় জল জমলে ক্ষতি হবে। তাই দোআঁশ বা বেলে মাটি এই গাছের জন্য আদর্শ।

২. টবের গোড়ার আগাছা নিয়মিত পরিষ্কার করা দরকার। সেই সঙ্গে চন্দ্রমল্লিকা গাছের একেবারে নীচের অংশের পাতা ছেঁটে দিতে হবে। গাছের গোড়া সপ্তাহে এক বার খুঁড়ে দিলে আলো, হাওয়া, জল ভাল ভাবে প্রবেশ করবে। গাছ ভাল ভাবে বেড়ে ওঠার জন্য যা জরুরি।

Advertisement

৩. চন্দ্রমল্লিকা গাছে বেশি ফুল পেতে হলে সঠিক পদ্ধতিতে গাছের কাণ্ড ছাঁটাই করা প্রয়োজন। গাছ মাঝারি আকৃতির হলে আগার কুঁড়ি রেখে অন্যান্য কুঁড়ি এবং ডালপালা ছেঁটে দিতে হবে। এতে ফুল বড় হবে। একসঙ্গে অনেক ফুল পেতে হলে গাছটিকে লম্বায় না বা়ড়তে দিয়ে অগ্রভাগ কেটে, ঝোপের মতো করে ফেলতে হবে।

৪. ভাল ফুল পেতে হলে সঠিক সার প্রয়োগ প্রয়োজন। গাছ বেড়ে ওঠার সময় ১৫ দিন থেকে এক মাসে এক বার করে জৈব সার প্রয়োগ করতে পারেন। সর্ষের খোল পচা সার প্রয়োগ করা যায়। মাটিতে নাইট্রোজেন বেশি হলে গাছের কাণ্ড মোটা হয়ে যায়, ফুল আসতে চায় না। এ ক্ষেত্রে মাঝেমধ্যে সামান্য চুনের জল ব্যবহার করা যেতে পারে।

৫. চন্দ্রমল্লিকা কুঁড়ি অবস্থায় তুললে ফোটে না। সমগ্র ফুল ফুটে যাওয়ার পর তা তুলতে হবে। গাছেই ফুল শুকিয়ে গেলে তা কেটে ফেলে দিতে হবে। না হলে পরের বার ভাল ফুল হবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement