Gardening Tips

বারান্দার গাছে জল দিলেই মেঝেয় কাদা হয়, কী ভাবে শখের বাগান পরিষ্কার রাখা যায়?

বারান্দায় শখের বাগান দেখতে ভাল লাগলেও, তা নিয়মিত পরিষ্কার করা ঝক্কির। কী ভাবে বছরভর বারান্দা এবং বাগান পরিষ্কার রাখবেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৭
Share:

বারান্দার বাগান কী ভাবে পরিষ্কার রাখবেন? ছবি: সংগৃহীত।

খোলা বারান্দা, সেখানে সযত্নে বড় করা গাছে ফুল ফুটলে দেখতে ভালই লাগে। তবে বারান্দার বাগানটি পরিষ্কার করা সহজ কথা নয়। তা ছাড়া, টবের জল দিয়ে ভিজে মাটি বেরিয়ে আসে টবের ছিদ্র দিয়ে। কাদা হয়ে যায় মেঝে। তা ছাড়া, গাছের ঠিকমতো যত্ন এবং বারান্দা ঠিক ভাবে পরিষ্কার না করলে, তা দেখতে একেবারেই ভাল লাগে না।

Advertisement

বারান্দার বাগান কী ভাবে পরিষ্কার করবেন?

১। সপ্তাহে অন্তত এক থেকে দুই দিন সমস্ত টব একদিকে সরিয়ে বারান্দার মেঝে সাবান জল দিয়ে পরিষ্কার করা দরকার। অপরিচ্ছন্ন মেঝেতে রোগ-জীবাণু বাসা বাঁধে। স্যাঁতসেঁতে পরিবেশ গাছের জন্যও ভাল নয়।

Advertisement

২। নিয়ম করে টবের মাটি আলগা করে দেওয়া দরকার। এতে গাছের গোড়ায় আলো-বাতাস ভাল করে চলাচল করতে পারে। জল জমে শিকড় পচে যাওয়ার ঝুঁকি কমে। গাছের বৃদ্ধি ভাল হয়। গাছে জল দিলে মাটি টবের ছিদ্র দিয়ে বেরিয়ে মেঝেতে কাদ হয়ে যায়? টবের নীচে কোনও একটি প্লাস্টিকের ঢাকনা রেখে দিন। এতে জল সেখানেই পড়বে। মেঝে নোংরা হবে না।

৩। টবে লাগানো গাছ যাতে লম্বায় অতিরিক্ত বেড়ে না যায়, দেখতে হয়। না হলে টব সেই ভার সামলাতে পারবে না। সঠিক পদ্ধিততে গাছে ডালপালা ছাঁটলে, ফুলের সংখ্যা বাড়ে। গাছ উচ্চতায় বেশি লম্বা না হয়ে বহরে বাড়ে সে জন্যই নির্দিষ্ট সময় অন্তর ডাল ছাঁটা জরুরি।

৪। গাছের ঝরা পাতা নিয়মিত পরিষ্কার না করলে নিকাশি পাইপের মুখে আটকে যেতে পারে। সে ক্ষেত্রে বারান্দায় জল জমবে। নিয়মিত জায়গাটি ভিজে থাকলে নোনা ধরতে পারে বারান্দার নীচের অংশে বা আশপাশের দেওয়ালে।

৫। বারান্দার বাগান সাজানোর জন্য অনেকেই মূর্তি-আলো এমন অনেক কিছুই ব্যবহার করেন। মাসে অন্তত দুই-তিন দিন সেগুলিও পরিষ্কার করা দরকার। বিশেষত রাস্তার ধারে বাড়ি হলে বারান্দা ভীষণ নোংরা হয়। ধুলো জমে রেলিং থেকে শৌখিন টবে। প্রতিটি জিনিসই পরিষ্কার করতে হবে।

৬। পরিষ্কারের তালিকায় থাকা দরকার, জানলা এবং দরজাও। বারান্দার তাকগুলিও ঝাড়পোঁছ করা প্রয়োজন। অনেকেই বারান্দায় সোফা, চেয়ার-টেবিল রাখেন। প্রতিটি জিনিসই সপ্তাহে একবার করে মুছলে— মোটের উপর বারান্দা পরিষ্কার থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement