ছোট জায়গাও বড় দেখাতে পারে সাজানোর গুণে। ছবি: সংগৃহীত।
দুই থেকে তিন কামরার ঘরেই এখন জীবন কাটে শহর থেকে শহরতলির বাসিন্দাদের। ছোট্ট ফ্ল্যাটে খাবার ঘর, বসার ঘরের আলাদা বন্দোবস্ত বিলাসিতা! ফলে দুই স্থান মিলিয়েই তৈরি হয় ‘ডাইনিং’। সেখানেই রাখতে হয় বসার জন্য সোফা সেট, খাবার টেবিল, ফ্রিজ সবটাই। তার ফলেই জায়গাটি বড় জবরজং দেখায়, হাঁটতে গেলেই ধাক্কা খেতে হয়। এমন সমস্যার সমাধান হতে পারে সহজ কয়েকটি পন্থায়। ঘর বাড়িয়ে নেওয়া যাবে না। তবে সঠিক আসবাব চয়ন এবং উপযুক্ত অন্দরসজ্জার দৌলতে ছোট্ট জায়গাটিও দেখাতে পারে খোলামেলা, আকারে বৃহৎ।
আলোর খেলা
জানলার পাশে খাবার টেবিলটি রাখলে ঘরে আলো খেলবে, জায়গাটি বড় দেখাবে। ছবি: সংগৃহীত।
কোনও স্থান একটু বড়, খোলামেলা দেখানোর জন্য আলোর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। প্রাকৃতিক আলোর সঠিক ব্যবহারে খাবার টেবিল এবং বসার জায়গাটি দেখাতে পারে তুলনামূলক বড়। এ জন্য ফ্ল্যাট তৈরির সময়ই ভাবনা দরকার। যে জায়গায় খাওয়ার টেবিল বা সোফা রাখতে চাইছেন, সেই স্থানে বেশ বড় বড় জানলা করুন। দেওয়ালের যথাসম্ভব নীচের অংশ থেকে জানলা তৈরি করুন। এতে আলো আসবে অনেক বেশি। সেই জানলায় কাচের পাল্লা ব্যবহার করুন। খাওয়ার টেবিল রাখুন জানলার কাছেই। বাইরের আলো ভিতরে ঢুকলেই স্থানটি বড় মনে হবে।
কাচের ব্যবহার
খাবার টেবিলের উপরে ব্যবহার করতে পারেন কাচ। কাচের উপর আলোর প্রতিফলন হবে। এতেও ছোট্ট জায়গাটি অনেক বেশি খোলামেলা মনে হবে। চাইলে খাবার টেবিলের ঠিক উপরে সুদৃশ্য কোনও ঝাড়বাতি বা সিলিং লাইটের ব্যবস্থা করতে পারেন। এতেও সেই স্থানে বাড়তি সৌন্দর্য যোগ হবে।
সঠিক টেবিল
স্বল্প জায়গার জন্য উপযুক্ত টেবিল বাছাই খুব জরুরি। ছবি :সংগৃহীত।
কারুকাজ করা দারুণ দেখতে খাবার টেবিল কিনে নিয়ে এলেই যে তা বাড়ির উপযুক্ত হবে এমন নয়। বরং অন্দরসজ্জাশিল্পীরা বলেন, কতটা জায়গা রয়েছে তা বুঝে সঠিক আসবাব বাছাই দরকার। স্থানটি যখন ছোট, তখন খাবার টেবিলটি ঢাউস হলে চলবে না। বরং দেওয়ালে ভাঁজ করে রাখা যায় এমন টেবিল বেছে নিতে পারেন। আবার এমন খাবার টেবিলও আছে, যার নীচের অংশে জিনিসপত্র রাখার ব্যবস্থা থাকে। এতে টেবিল ছোট হলেও টুকিটাকি জিনিস তার নীচের অংশে রেখে দেওয়া যাবে।
বসার ব্যবস্থা
খাবার জায়গাটি ছোট হলে মানানসই চেয়ারের ব্যবস্থা করতে হবে। পিঠের দিকে হেলানো যায় এমন চেয়ার নয়, বরং পিছনের দিকটা খোলা চেয়ার ছোট জায়গার জন্য মানানসই হবে। আবার জায়গা বাঁচাতে টেবিলের এক দিকে চেয়ার রেখে অন্য দিকে গদি ওয়ালা বেঞ্চের ব্যবস্থা করতে পারেন। এতেও কিছুটা হলে হাঁটাচলার জায়গা বাড়বে এবং ঘরটি কিছুটা হলেও বড় দেখাবে।
উচ্চাতার কারিকুরি
উচ্চতার সঠিক ব্যবহারেও ঘর বড় দেখাতে পারে। ছবি :সংগৃহীত।
কোনও স্থান বড় দেখানোর নেপথ্যে ছাদের উচ্চতারও ভূমিকা রয়েছে। খাবার টেবিলের পাশে এমন কোনও শৌখিন জিনিস সাজাতে পারেন যেটি সরু অথচ লম্বা। মেঝে থেকে ছাদের কাছাকাছি উচ্চতা পর্যন্ত কাচের পাল্লা দেওয়া প্লাইউড বা কাঠের আলমারি বানাতে পারেন। শৌখিন টি সেট, বাসন সেখানে সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন। দেওয়াল জুড়ে থাকা এমন আলমারিতে যেমন প্রচুর জিনিস রাখা যাবে, তেমনই উচ্চতার জন্য জায়গাটি বড় দেখাবে। টেবিলের পাশে এমন কোনও মূর্তি বা ফুলদানি সাজাতে পারেন, যেটি উচ্চতায় লম্বা।