Bathroom Smell Tips

বাথরুমে সারা দিন ভ্যাপসা এবং বোটকা গন্ধ? ৫ উপায়ে স্নানঘর করে তুলুন স্পা-এর মতো

বোটকা গন্ধে বাথরুমে গিয়ে স্নান করার ইচ্ছেই যদি চলে যায়? স্বাস্থ্য ও মন দুইয়ের জন্যই তা কাম্য নয়। তাই এমন ব্যবস্থা করুন, যাতে আপনার বাড়ির বাথরুমই আপনাকে স্পা-এর আমেজ এনে দিতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৫ ১৯:২৮
Share:

বাথরুমে ছড়িয়ে থাকুক সুবাস। ছবি: সংগৃহীত।

নিজেকে পরিষ্কার–পরিচ্ছন্ন রাখার জায়গাই যদি নোংরা হয়? বোটকা গন্ধে বাথরুমে গিয়ে স্নান করার ইচ্ছেই যদি চলে যায়? স্বাস্থ্য ও মন, দুইয়ের জন্যই তা কাম্য নয়। তাই এমন ব্যবস্থা করুন, যাতে আপনার বাড়ির বাথরুমই আপনাকে স্পা-এর আমেজ এনে দিতে পারে। আর স্পা-সম স্নানঘরের প্রধান চাহিদা সুগন্ধ। দামি সুগন্ধি বা মোমবাতি ছাড়াই কিছু সহজ উপায়ে বাথরুমকে মনোরম ও আরামদায়ক জায়গায় পরিণত করতে পারেন।

Advertisement

বাথরুমের ভ্যাপসা ও বোটকা গন্ধ দূর করে টাটকা, সতেজ সুবাসে ভরে তুলতে কোন উপায় অবলম্বন করা যায়?

· বেকিং সোডা- বাথরুমের দুর্গন্ধ শুষে নিতে পারে বেকিং সোডা। একটি ছোট পাত্রে বেকিং সোডা রেখে দিন কোনও একটি কোণে।

Advertisement

কয়েকটি ছোট ছোট অভ্যাস আপনার বাড়ির বাথরুমকে করে তুলতে পারে স্পা–এর মতো। ছবি: সংগৃহীত।

· সুগন্ধি তেল- ডিফিউজ়ারে কয়েক ফোঁটা সুগন্ধি তেল বা এসেনশিয়াল অয়েল ঢেলে প্লাগে ঢুকিয়ে চালিয়ে দিন। বাথরুমের পরিবেশ হয়ে উঠবে সতেজ।

· টাটকা ফুল- সুগন্ধি ফুলের ছোট গাছ বাথরুমে রাখলে প্রাকৃতিক সুবাস ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সৌন্দর্যও বাড়াবে।

· সুগন্ধি সাবান- সুগন্ধি সাবান, সুগন্ধি টুথপেস্ট, শ্যাম্পু ইত্যাদি বাথরুমে ব্যবহার করলে সর্বদা হালকা সুবাস ছড়িয়ে থাকবে।

· শুষ্কতা ও পরিচ্ছন্নতা- বাথরুমকে সব সময়ে শুষ্ক এবং পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। আর্দ্রতাই দুর্গন্ধের প্রধান কারণ। বাথরুম নিয়মিত মুছে শুকনো রাখলে দীর্ঘ দিন সুগন্ধ বজায় থাকে।

এমনই কয়েকটি ছোট ছোট অভ্যাস এবং প্রথা আপনার বাড়ির বাথরুমকে করে তুলতে পারে স্পা–এর মতো। দিন শুরু থেকে দিন শেষ, শৌচালয়ই হয়ে উঠুক প্রশান্তির জায়গা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement