Table Cloth Cleaning Tips

খাওয়া-দাওয়া করতে গিয়ে শখের টেবিল ক্লথে মাংসের ঝোল মাখামাখি! কী ভাবে উঠবে সেই দাগ?

জামাইষষ্ঠীর ভূরিভোজ সারতে গিয়ে শখের টেবিল ক্লথে খাবার পড়ে গিয়েছে? এই দাগ তোলা খুব সহজ নয়। এমন হলে কী করবেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুন ২০২৫ ১৭:৩৬
Share:

ভূরিভোজ সারতে গিয়ে শখের টেবিল ক্লথে খাবারের দাগ লেগেছে? কী ভাবে তা উঠবে? ছবি:ফ্রিপিক।

জামাইষষ্ঠীর এলাহী আয়োজন। এ দিকে, খাওয়ার সময় গল্প-আড্ডায় হঠাৎ করে হাত লেগে মাংসের ঝোল গেল উল্টে। উৎসব উপলক্ষে শখ করে পাতা খাবার টেবিল ক্লথের দফরফা নিমেষেই। কারণ, তেল-মশলায় জমিয়ে রাঁধা মাংসের ঝোলের দাগ তো আর চট করে উঠবে না! এমন সময় কী করবেন?

Advertisement

দ্রুত পরিষ্কার কাপড় জলে ভিজিয়ে টেবিল ক্লথের উপর পড়ে যাওয়া খাবার, ঝোল পরিষ্কার করে নিন। সম্ভব হলে জায়গাটিতে সাবান জল স্প্রে করে রাখুন কয়েক মিনিট। তার পর ভিজে কাপড় দিয়ে মুছে ফেলুন। খাওয়া হয়ে গেলেই সময় নষ্ট না করে তুলে ফেলুন টেবিল ক্লথটি। দ্রুত সাবান দিয়ে কেচে নিন।

দাগ কি পুরোপুরি ওঠেনি?

Advertisement

টেবিল ক্লথ যদি সাদা হয়, দাগ তোলার জন্য হাইড্রোজেন পারক্সাইডের সঙ্গে বেকিং সোডার মিশ্রণ ব্যবহার করতে পারেন। দু’টি উপকরণ দিয়ে ঘন মিশ্রণ তৈরি করে দাগ হয়ে যাওয়া জায়গাটিতে লাগিয়ে নিন। অন্তত ১৫ মিনিট রাখুন। তার পর কেচে নিন।

টেবিল ক্লথ রঙিন হলে দাগ তোলার জন্য ব্যবহার করতে পারেন পাতিলেবুর রস এবং নুন। মিশ্রণটি ঝোল পড়ে যাওয়া অংশে মিনিট ১৫ লাগিয়ে রাখুন। নরম ব্রাশ দিয়ে জায়গাটি ঘষে নিন। তার পর সাবান দিয়ে কেচে ফেলুন। এতেই দাগ উঠে যাওয়ার কথা।

পুরনো দাগ তোলার উপায়?

· ঈষদুষ্ণ জলে সাবান গুলে সেটি সারা রাত ভিজিয়ে রাখুন। পরের দিন দাগ লাগা অংশটি ঘষে হালকা গরম জলেই কেচে নিন।

· কাপড়ের দাগ তোলার জন্য বিভিন্ন রকম রাসায়নিক পাওয়া যায়। ব্যবহার করতে পারেন তেমন কোনও একটি।

· টেবিল ক্লথ সাদা হলে, কাচার সময় একটু করে বেকিং সোডা যোগ করতে পারেন। এতে রং থাকবে সাদা ধবধবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement