Gardening Tips

ছাদে বাগান করবেন? তার আগে কী ভাবে প্রস্তুতি নেওয়া দরকার?

ছোট বাড়িতে স্থানাভাব। ছাদেই তৈরি করে ফেলুন বাগান। তার আগে কোন বিষয়ে নজর দেওয়া দরকার?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৫ ২০:৪২
Share:

ছাদে বাগান করার আগে কোন বিষয়গুলি জেনে নেওয়া দরকার? ছবি: সংগৃহীত।

দিনে দিনে কমছে গাছপালা। সবুজের দেখা পাওয়া রীতিমতো কষ্টসাধ্য।শহর থেকে শহরতলি— বহুতলের ভিড়ে ফাঁকা জায়গা কোথায়? দু’কামরার ফ্ল্যাটে বা ছোট বাড়িতে থেকে বাগানই হবে কোথায়?

Advertisement

তবে কথায় আছে ইচ্ছা থাকলে উপায় হয়। উঠোন না থাক, ছাদ থাকলেও হবে। কী ভাবে বাড়িতে ছাদ বাগান গড়ে তুলবেন?

ছাদের বহন ক্ষমতা: এক দুটো গাছ লাগানো আর পুরো ছাদ গাছে ভরিয়ে ফেলা কিন্তু আলাদা। ছাদের উপর ছোট বড় টব, মাটি, গাছ — সব মিলিয়ে অনেকটাই ওজন চেপে বসবে। বিশেষত শুকনো মাটির চেয়ে ভিজে মাটির ওজন অনেকটাই বেশি। সে কারণে ছাদের বহন ক্ষমতা সম্পর্কে ধারণা থাকা দরকার। প্রয়োজনে ইঞ্জিনিয়ারের পরামর্শ নেওয়া যেতে পারে।

Advertisement

জল নিষ্কাশন: ছাদে বাগান মানেই নিয়মিত জল দিতে হবে। গাছগাছালিতে জল দিতে গিয়ে যদি ছাদের কোনও অংশ জল বসে— তা হলে বাড়ির ক্ষতি হতে পারে। তা ছাড়া টবের মাটি ধুয়ে পাইপের মুখও আটকাতে পারে। তাই জল নিষ্কাশন ব্যবস্থাটি গুরুত্ব দিয়ে দেখে নেওয়া দরকার।একইসঙ্গে ছাদে যাতে জল না বসে, সে ব্যবস্থাও করতে পারেন। এতে নোনা ধরার সম্ভবনাও কমবে।

গাছ রাখার কৌশল: টব গুলি সরাসরি ছাদে না রেখে ধাতব তাক বা কাঠের বাক্সে সাজিয়ে রাখতে পারেন। এতে ছাদ পরিষ্কার থাকবে। হাওয়া চলাচলের জায়গার অভাব হবে না।

ছাদ বাগানে এলোমেলো ভাবে গাছ রাখলে তা কিন্তু দৃষ্টি নন্দন হবে না। বাগান যেমন সুন্দর করে সাজাতে হয়, ছাদের ক্ষেত্রেও সেই বিষয়টি জরুরি। ছাদে উঠলে যেখানে সবচেয়ে বেশি চোখ যায় সেই স্থানটি সুন্দর করে সাজাতে পারেন। হাঁটাচলার সুবিধার জন্য ছাদের ধার বরাবর গাছ সাজাতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement