Shahrukh Khan and Gauri Khan’s Delhi Home

ভরা থাক স্মৃতিসুধায়! স্মৃতি দিয়েও সাজানো যায় ঘর-বাড়ি, শাহরুখের দিল্লির মহলটি সেই রকম

গৌরী নিজে একজন অন্দরসজ্জা শিল্পী। মুম্বইয়ে তারকাদের বাড়ি সাজান তিনি। তাঁর নকশা করা এক একটি আসবাবের দাম আকাশছোঁয়া। দিল্লির বাড়িটি যদিও তার ঠিক উল্টো। সেখানে গুরুত্ব পেয়েছে গৌরী-শাহরুখের সংসারের ‘প্রথম সব কিছু’।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মে ২০২৫ ১০:১২
Share:

শাহরুখ খান ও গৌরী খানেরর দিল্লির বাড়িটি তাঁদের জীবনের গল্প দিয়ে সাজানো। ছবি : সংগৃহীত।

দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের ১, জোরবাগের বাড়িটি দেখলে এক নজরে বোঝার উপায় নেই যে, এ বাড়ি বলিউডের সুপারস্টারের। তবে বাড়ির ভিতরে ঢুকলে অন্য ছবি। প্রবেশদ্বারের বাইরের ডাকবাক্স থেকেই বোঝা যাবে এ বাড়ি কার। সবুজ বাহারি পাতার গায়ে কালো লোহার ডাকবাক্সে ছোট্ট করে লেখা ‘গৌরী অ্যান্ড শাহরুখ, নয়াদিল্লি’।

Advertisement

শাহরুখ খানের মুম্বইয়ের বাড়ি মন্নতের কথা বলিউড ভক্তেরা প্রায় সবাই জানেন। তবে দিল্লির এই বাড়িটি তুলনায় আড়ালে থাকে। যদিও শাহরুখ এবং তাঁর পরিবারের কাছে বাড়িটির গুরুত্ব অপরিসীম। কারণ এই বাড়িতেই বড় হয়েছেন শাহরুখ পত্নী গৌরী খান। পরে দক্ষিণ দিল্লির এই বাড়িতেই সংসারও পাতেন তাঁরা। আপাতত ‘মন্নত’-ই শাহরুখের ঠিকানা। তবে এই বাড়িটিকেও গৌরী মনের মতো করে সাজিয়েছেন।

লোহার ডাকবাক্সে ছোট্ট করে লেখা ‘গৌরী অ্যান্ড শাহরুখ, নয়াদিল্লি’। ছবি: সংগৃহীত।

সম্প্রতি একটি ভিডিয়োয় অনুরাগীদের তাঁর দিল্লির বাড়ি সফর করিয়েছেন গৌরী। সেখানে তিনি জানিয়েছেন, তাঁর এই বাড়িটি সাজানো তাঁদের পুরনো স্মৃতি দিয়ে। এ বাড়ির আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে তাঁদের ছোট থেকে বড় হয়ে ওঠার গল্প, নস্ট্যালজিয়া।

Advertisement

এই বাড়িতেই বড় হয়েছেন শাহরুখ পত্নী গৌরী খান। পরে দক্ষিণ দিল্লির এই বাড়িতেই সংসারও পাতেন তাঁরা। ছবি: সংগৃহীত।

স্মৃতি দিয়ে সাজানো বাড়ি! সেটা কী রকম, তার ব্যাখ্যা দিয়েছেন, গৌরী নিজেই। তিনি বলছেন, ‘‘এই বাড়ির কোনায় কোনায় ছড়িয়ে আমাদের স্মৃতির টুকরো। বসার ঘরের দেওয়ালে একটা জিনিস ঝোলানো আছে। দেখলে মনে হবে কোনও অ্যান্টিক আর্ট হয়তো। কিন্তু আসলে ওটা আমাদের বাড়ির একটা পুরনো মাটিতে পাতার ছোট্ট গালিচার মতো। ওটাকেই দেওয়াল সাজানোর জন্য ব্যবহার করেছি। এ বাড়ির দেওয়ালে দেওয়ালে এমন অনেক পুরনো জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে।’’

স্মৃতি দিয়ে সাজানো বাড়ি! সেটা কী রকম, তার ব্যাখ্যাও দিয়েছেন গৌরী। ছবি: সংগৃহীত।

গৌরী নিজে একজন অন্দরসজ্জা শিল্পী। মুম্বইয়ে তারকাদের বাড়ি সাজান তিনি। তাঁর নকশা করা এক একটি আসবাবের দাম আকাশছোঁয়া। দিল্লির বাড়িটি যদিও তার ঠিক উল্টো। সেখানে গুরুত্ব পেয়েছে গৌরী-শাহরুখের সংসারের ‘প্রথম সব কিছু’।

সিঁড়ির ল্যান্ডিংয়ে যেমন টুকরো টুকরো পারিবারিক ছবির কোলাজ। ছবি: সংগৃহীত।

গৌরীর প্রথম কেনা চিত্রশিল্প, তাঁর ছোটবেলার খেলনা, তাঁর সন্তানদের ছোটবেলার প্রথম খেলাধুলার জিনিস, এমনকি সুহানার ধরা প্রথম প্রজাপতিও সাজানো আছে বাড়ির দেওয়ালে!

গুরুত্ব পেয়েছে গৌরী-শাহরুখের সংসারের ‘প্রথম সব কিছু’। ছবি: সংগৃহীত।

দিল্লির বাড়ির বেশ কয়েকটি দেওয়াল এই রকমই। কাঠের রেলিং দেওয়া সিঁড়ির ল্যান্ডিংয়ে যেমন টুকরো টুকরো পারিবারিক ছবির কোলাজ। আবার কোথাও সাজানো আছে বিদেশ সফর থেকে সংগৃহীত বিভিন্ন মুহূর্তের সাক্ষী সব জিনিসপত্র। কোনওটি ইতালিতে পিৎজ়া খাওয়ার অভিজ্ঞতার সঙ্গে জুড়ে আছে, কোনওটি যুক্ত প্যারিসের কোনও রোম্যান্টিক মুহূর্তের সঙ্গে।

সন্তানদের ছোটবেলার প্রথম খেলাধুলার জিনিস সাজানো বাড়ির দেওয়ালে। ছবি: সংগৃহীত।

একটি দেওয়ালে দেখা যায় ব্যাডমিন্টনের র‌্যাকেট, বল, ফ্রেমে বাঁধানো মেক আপ কিটসও। গৌরী বললেন, ‘‘একটা আরিয়ানের প্রথম র‌্যাকেট অন্যটা অ্যাব্রামের। আর ওই যে ফ্রেমে আয়না, চিরুনি, মেক আপ ব্রাশ দেখছেন, ওগুলো সুহানার ছোটবেলার। ছোট থেকেই সাজগোজ ভালবাসে আমার মেয়ে। ওর প্রথম মেক আপ বক্সের জিনিসগুলোকে ফ্রেমে বাঁধিয়ে রেখেছি।’’

দেওয়ালে শাহরুখের প্রিয় সিনেমার পোস্টার। লস অ্যাঞ্জেলেসে প্রথম বার গিয়ে কিনেছিলেন দু’জনে। ছবি: সংগৃহীত।

সেই দেওয়ালেই শোভা পাচ্ছে ইংরেজি সিনেমা ‘স্কারফেস’-এর একটি পোস্টারও। গৌরী বললেন, ‘‘ওটা শাহরুখের প্রিয় সিনেমা। লস অ্যাঞ্জেলেসে প্রথম বার গিয়ে এটা কিনেছিলাম আমরা। সেটাও সাজিয়ে রেখেছি এখানেই।’’

দেওয়ালে প্রাণসঞ্চার করতে ছোট ছোট গল্প বলা জিনিসই যথেষ্ট। ছবি: সংগৃহীত।

স্মৃতি দিয়ে ঘর সাজানো বোধ হয় একেই বলে। শাহরুখ-গৌরীর দিল্লির বাড়ির অন্দরসজ্জা বলছে, দেওয়ালে প্রাণসঞ্চার করতে দামি আসবাব নয়, পুরনো দিনের ছোট ছোট গল্প বলা জিনিসই যথেষ্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement